শহীদ লিয়াকত আলী (রহ.) ৩৫ তম শাহাদাত দিবস উদযাপন
মুহাম্মদ জহির উদ্দিন, বন্দর

আজ ১০ এপ্রিল (শনিবার) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার দ্বিতীয় শাহাদাত বরণকারী শহীদ মুহাম্মদ লিয়াকত আলীর ৩৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় শহীদের মাযারে প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র প্রচার সচিব মাওলানা মুহাম্মদ রেজাউল করিম তালুকদার, উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলাসী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের আহ্বায়ক মাওলানা আব্দুন নবী আলকাদেরী, বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট উত্তর জেলার সভাপতি মাওলানা ওবাইদুল মোস্তাফা কদমরসূলী, ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার সহ-সভাপতি মাষ্টার আবুল হোসেন, আন্জুমানে খোদ্দামুল মুসলেমীন মদিনা মনোয়ারার সভাপতি মাওলানা করিম উদ্দিন নুরী, কাজী মহিউদ্দীন, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মাওলানা সোহাইল উদ্দীন আনসারী, অধ্যক্ষ ডি আই এম জাহাঙ্গীর, জামাল উদ্দীন। এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুবসেনা কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান। শাহাদাত বার্ষিকী উদযাপন প্রস্তুতি কমিটির সচিব মুহাম্মদ জহির উদ্দিন ও সদস্য কাজী মুহাম্মদ আরাফাত’র যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক এইচ এম এনামুল হক।
এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান, কার্যনির্বাহি সদস্য নূরের রহমান রনি, বোরহান উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ ইকবাল জাহিদ, হাফেয মুহাম্মদ সাইফুদ্দীন, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ আমির হোসেন, ছাত্রসেনা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ রিদুওয়ান সাজ্জাদ প্রমুখ।