শহীদ হালিমের পিতা হাজী সোনা মিয়ার জানাযা সম্পন্ন
রাউজান প্রতিবেদক

শহীদ আব্দুল হালিমের পিতার জানাযার নামায নিজ বাড়ি রাউজান পাহাড়তলি ইউনিয়নে আজ (২৯ জুলাই) বৃহস্পতিবার সকাল ১১টায় সম্পন্ন হয়েছে।
এতে অংশগ্রহন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সম্মানিত প্রচার ও প্রকাশনা সচিব জননেতা মুহাম্মদ রেজাউল করিম তালুকদার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান দক্ষিণের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা আশেক বিন আব্দুল আজিজ, যুবসেনা রাউজান দক্ষিণের সহ-সভাপতি যুবনেতা সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সুযোগ্য সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুল্লাহ আল রোমান, ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক ছাত্রনেতা এনামুল হক মুন্না, সহ-সাধারণ সম্পাদক রায়হান করিম রাব্বি, সাংগঠনিক সম্পাদক কাজী কায়েছ উদ্দিন, আরিফুল ইসলাম মাসুদ, আশরাফুল, আলমগীর, মিনহাজ, সাঈদসহ হাজারো জনতা।