শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের দাবিতে ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক

গতকাল ৩০ মে (রবিবার) সকাল ১১ টায় ২০২১-২২ অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র উদ্যোগে মাননীয় জেলা প্রশাসক’র স্টাফ অফিসার মো. উমর ফারুক এর মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ আফাজ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মুহাম্মদ সাঈদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী শোয়েব, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ আমির হোসেন সোহেল, সদস্য মুহাম্মদ আসিফুর রহমান, মুহাম্মদ মোবারক হোসাইন, মুহাম্মদ সাকিব রেজা কাদেরী, মুহাম্মদ মিরাজুর রহমান, মুহাম্মদ নাঈমুল হক, মুহাম্মদ ইকরাম রেজা, মুহাম্মদ খোরশেদ আলম মুন্না, মুহাম্মদ এহছানুল হক জিসান, মুহাম্মদ আরিফুল ইসলাম ইরফান, মুহাম্মদ আমজাদ হোসেন, মুহাম্মদ কায়েস উদ্দিন প্রমুখ।