শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ চেয়ে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা
নিজস্ব প্রতিবেদক

আজ বৃহস্পতিবার (২৭শে মে) দুপুর ১২টায় আগামী ২০২১-২২ অর্থ বছরের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ নূরের রহমান রণি, সাধারণ সম্পাদক মুহাম্মদ রিদওয়ান সাজ্জাদ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ নুর উদ্দীন, শিক্ষা-প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মুহাম্মদ রাশেদুল হক ফারুকী, স্কুল বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবছার উদ্দীন, সদস্য মুহাম্মদ ফরহাদুল হক ও এম নাজমুল হক চৌধুরী।
উল্লেখ্য, চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রশাসনিক কর্মকর্তা জনাব উমর ফারুক সাহেব।