শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট চাই ছাত্রসেনা

নিজস্ব প্রতিবেদক

২০২২-২৩ অর্থ বছরে শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দের দাবিতে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর উত্তর।

সংগঠনের সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম. নাজমুল হক চৌধুরীর নেতৃত্বে একটি টিম আজ (বৃহস্পতিবার) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের একান্ত সহকারী সালাউদ্দিন নাজিম। এসময় উপস্থিত ছিলেন ছাত্রসেনা ঢাকা মহানগর উত্তরের নির্বাহী সদস্য মুহাম্মদ সাইফুল আলম।

স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, করোনা পরবর্তী শিক্ষাব্যবস্থার সংকট ও সার্বিক বির্পযয় উত্তরণে শিক্ষা খাতে মোট বাজেটের ২০% বরাদ্দ দিতে হবে। কিন্তু বাংলাদেশে তা জাতীয় বাজেটের মাত্র ১১.৯২ শতাংশ। প্রতিবারই শিক্ষা খাতে কম বরাদ্দের ফলে জ্ঞান সূচকে ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১২তম। যেখানে নেপাল, শ্রীলঙ্কা, ভূটান, ভারত, পাকিস্তান আমাদেরকে ছাড়িয়ে গেছে। তাই ২০২২-২৩ অর্থবছরের বাজেটে কারিগরি, বিজ্ঞান-প্রযুক্তি ও কৃষি শিক্ষায় গুরুত্ব দিয়ে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করতে হবে।

Related Articles

Back to top button
close