শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আনোয়ারায় ছাত্রসেনার মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক

যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ৩’ই জুন বিকাল তিনটায় আনোয়ারা কাফকো সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলা পশ্চিম পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আবু সালামের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল করিম, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাশেদুল হক ফারুকী, উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পশ্চিম পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ ইসমাইল ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ নুরুল করিম রিপন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৫ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা পড়ালেখা বিমুখ সহ বেশ কিছু খারাপ অভ্যাসের দিকে ধাবিত হচ্ছে। কিছু কিছু শিক্ষার্থী নেশা সহ ও বাজে গেইমেরও অভ্যস্ত হয়ে পড়ছে। বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় স্থগিত সকল পরিক্ষা সমূহ নেওয়া সহ দ্রুত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা পরিবেশ স্বাভাবিক করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ মামুনুর রশিদ, মাহাবুব আলম, মুহাম্মদ মুরাদ, নেজাম উদ্দিন, আবু সালেক সানিম, মোকাদ্দেস, মুহাম্মাদ ওয়াহিদ, ইয়াছিন হায়দার শাকিল, হাসনাইন জিসান, মনির খান সবুজ প্রমুখ।