শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ছাত্রসেনা চাঁদপুর জেলা

ইমাম হুসাইন, চাঁদপুর

আজ রবিবার (৩০ মে) বেলা ১২টায় চাঁদপুর প্রেসক্লাব সম্মুখে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখা।

মানববন্ধনে সাধারণ সম্পাদক ছাত্রনেতা নুরে আলম ফরাজির সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও জেলা সভাপতি ছাত্রনেতা রিয়াজুল করিম বাছিম,সহ সভাপতি নুরুল আলম মামুন,কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমাম হোসাইন রেজা, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন।

নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, স্বাস্থ্য বিধি মেনে শপিং মল খোলা থাকতে পারলে,অফিস আদালত খোলা থাকতে পারলে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নয় কেন ?

বক্তব্য আরো বলা হয় যে দেশের চলমান পরিস্থিতিতে কোটি কোটি ছাত্র সমাজের জীবন হুমকির মুখে পরে আছে। তাই অনতিবিলম্ব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আহবান জানান।

উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রাজিব হোসাইন,প্রচার সম্পাদক মুহাম্মদ ফজলে রাব্বী,প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মাহবুবুল আলম নিশাত,ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিন, সদস্য মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ সাইফুদ্দিন,মুহাম্মদ রেদওয়ান সহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা।

Related Articles

Back to top button