শিক্ষা-প্রতিষ্ঠান চালুর দাবিতে মানববন্ধন করেছে ছাত্রসেনা পটিয়া(পশ্চিম)
নিজস্ব প্রতিবেদক

গতকাল (৪ জুন) জুমাবার বিকাল ৪ঃ৩০মিনিট হতে ঐতিহাসিক শান্তিরহাট চত্বরে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের উদ্যোগে মানববন্ধন পরিষদের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মিছহাব উদ্দিনের সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ তৌহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ন সাধারণ সম্পাদক জননেতা মোহাম্মদ আলী হোসাইন। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সম্মানিত সভাপতি যুবনেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সমাজ সেবা সম্পাদক ছাত্রনেতা আ.ন.ম নাছির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা মোঃ আবু বক্কর, বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সাবেক সহ সাধারন সম্পাদক মোহাম্মদ আবু সৈয়দ তালুকদার।
উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ ফয়সাল, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ শাহেদ, আলী হোসাইন প্রমুখ।