শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য ছাত্রদের আদর্শিক রাজনীতিতে অভিষিক্ত হতে হবে -কাউন্সিলে বক্তাগণ
মুহাম্মদ শফিউল করিম, কর্ণফুলী

গতকাল বিকেলে শিকলবাহা সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শিকলবাহা ইউনিয়ন শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিলে এসব কথা বলেন বক্তাগণ।
উক্ত সম্মেলন মুহাম্মদ জয়নাল আবেদীন আসিফ ও জি.এম সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌফিক আরাফাতের সভাপতিত্বে ও পবিত্র কুরআন তিলাওয়াত, নাতে রাসূল (দ) পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কর্ণফুলী উপজেলার দপ্তর সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক জননেতা মাষ্টার মুজিবুল হক।উদ্বোধকের বক্তব্য রাখেন- ছাত্রসেনা কর্ণফুলী উপজেলার সাবেক সভাপতি মুহাম্মদ কফিল উদ্দিন হামিদী। প্রধান বক্তার বক্তব্য রাখেন- কর্ণফুলী উপজেলা ছাত্রসেনার সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ হাসান। বিশেষ বক্তার বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শফিউল করিম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শিকলবাহা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা কামাল উদ্দিন, ছাত্রনেতা আরাফাত হোসেন, মিজানুর রহমান, সোলেমান শুভ, ফয়সাল আত্তারী, উবায়দুল হক, রবিউল ইসলাম, এমরান হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসা দরকার। তাই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য ছাত্রদের আদর্শিক রাজনীতিতে অভিষিক্ত হতে হবে। আদর্শিক রাজনীতি চর্চায় ও বাস্তবায়নে ছাত্রসেনার ভূমিকা অভাবনীয়।
পরিশেষে নির্বাচন কমিশনের সর্বসম্মতিক্রমে হাফেজ ফোরকান আহমদকে সভাপতি, মুহাম্মদ দৌলতুল ইসলাম সাকলাইনকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ জয়নাল আবেদীনকে সাংগঠনিক সম্পাদক এবং মুহাম্মদ সোলেমান শুভকে অর্থ সম্পাদক করে ৩১ জন বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। তৎপর মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।