শেরে মিল্লাত (রহঃ)-এর ১ম ওফাত বার্ষিকীতে ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার পুষ্পস্তবক অর্পণ
নিজস্ব প্রতিবেদক

আজ শনিবার (২৬ জুন) বিকাল ৫টায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য, শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.)-র প্রথম ওফাত বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে পবিত্র খতমে কোরআন, মিলাদ কেয়াম, মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি মোনাজাতের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি মাষ্টার আবুল হোসাইন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম আনসারী, যুবসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সালাউদ্দিন, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ নূরের রহমান রণি, সহ-সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক রিদওয়ান সাজ্জাদ, সহ-সাধারণ সম্পাদক নুর উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক হাসান মুরাদ পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদ হাশেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ইমতিয়াজ, অর্থ সম্পাদক নাজিম উদ্দিন, দপ্তর সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী শুভ, শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রাশেদুল হক ফারুকী, দাওয়াহ বিষয়ক সম্পাদক শামসুল আরেফিন খালেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল করিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান, সমাজ সেবা সম্পাদক আ ন ম নাছির উদ্দিন,ছাত্র কল্যাণ সম্পাদক সাইদুল আলম পারভেজ প্রমুখ।