সামরিক কুটনৈতিক ও অর্থনৈতিকভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ান -ছাত্রসেনা সিলেট জেলা

হুসাইন আহমদ রণি, সিলেট

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মসূচি প্রতিনিয়ত চলছে পুরো দেশজুড়ে। ২০ মে পুরো দেশে জেলায়-জেলায় মানববন্ধন পালনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রসেনা। অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২০ মে) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সিলেট জেলা ও মহানগর শাখা নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে মানববন্ধন পালন করে।

মানববন্ধনে ছাত্রনেতা আলী আকবরের সভাপতিত্বে ও হুসাইন আহমদ রণি’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি—যুবনেতা মুহাম্মদ নূরুল হক চিশতী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জালালীয়া পার্টির যুগ্ম-মহাসচিব আনোয়ার চৌধুরি,ছাত্রসেনা সিলেট জেলা সাংগঠনিক ছাত্রনেতা কুতুব উদ্দিন,নগর সেক্রেটারি ছাত্রনেতা জাবেদুল ইসলাম,ছাত্রনেতা খাইরুল আমিন।

প্রধান অতিথির মুহাম্মদ নূরুল হক চিশতী তাঁর ব বলেন—বর্বর ইসরাইলকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করার প্রয়াসে অনতিবিলম্বে জাতিসংঘের সাধারণ অধিবেশন ডেকে,বৈশ্বিকভাবে ইসরাইলকে নিষিদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের পর থেকেই ফিলিস্তিনের পক্ষে আছে বাংলাদেশ। মজলুমদের পাশা দাঁড়ানোর ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সরকার স্পেশাল সেনাফোর্স তৈরি করুক,ফিলিস্তিনিদের সহায়তার লক্ষ্যে। ফিলিস্তিনিদের সহায়তার লক্ষ্যে অর্থনৈতিক,সামরিক,কুটনৈতিক দূরদর্শিতার সহিত কর্মসূচি তৈরি করুক বাংলাদেশ। তিনি এ-ও উল্লেখ করেন,একান্ত যদি ফিলিস্তিনে মজলুমদের পাশে দাঁড়াতে আমাদেরকেও যেতে হয়,তাতেও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা,ছাত্রসেনা,আহলে সুন্নাত সর্বদা প্রস্তুত;ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে লড়াই করবো আমরা, ইনশা-আল্লাহ্।

মানববন্ধনে ছাত্রসেনা সিলেট জেলা ও মহানগরের আওতাধীন শাখা সমূহের দায়িত্বশীলগণের পাশাপাশি অংশগ্রহণ করেন সিলেটের আপামর জনতা।

Related Articles

Back to top button
close