সীতাকুন্ডে ছাত্রসেনার মিলাদুন্নবী (দ.) শীর্ষক সেমিনার ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

সোহরাব হোসাইন, সীতাকুন্ড

আজ শুক্রবার বাদে জুমা সীতাকুন্ডের বানুরবাজারস্থ মাদ্রাসায় এ মুহাম্মদিয়া আহমদিয়া আলিম এ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সীতাকুণ্ড শাখার ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক সেমিনার এবং সংগঠনের ২০২১-২২ সেশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ তাওহীদুল আলম রিপন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ফারুক হোসাইন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবসেনার সভাপতি যুবনেতা মুহাম্মদ আবু মুসা। প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক যুবনেতা সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আলী আকবর।

এতে আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা নুরুদ্দীন, কামরুল হাসান, মুশফিক, মোস্তাফিজ, জয়নাল, মমতাজ, শুভ, মাসুম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে যুবনেতা আবু মুসা বলেন, প্রতিটি নেতা কর্মীকে আমৃত্যু আদর্শ লালন এবং প্রচার করা অপরিহার্য।

Related Articles

Back to top button
close