সীতাকুন্ডে ছাত্রসেনা উপজেলা শাখার বার্ষিক কাউন্সিল সম্পন্ন
সোহরাব হোসাইন, সীতাকুন্ড প্রতিনিধি

আজ শুক্রবার (১৭সেপ্টম্বর) বাদে জুমা সীতাকুন্ড ভাটিয়ারী হাজী টি এস সি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সীতাকুন্ড উপজেলা শাখার বার্ষিক কাউন্সিল অধিবেশন’২১ ছাত্রনেতা তাওহীদ আলম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি জননেতা মুজিব উদ্দিন আল কাদেরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মুফতি মুহাম্মদ ওমাইর রজবী।
কাউন্সিলে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আলী আকবর।
এতে আরও উপস্থিত ছিলেন যুবনেতা আবু মুসা, যুবনেতা সাখাওয়াত হোসাইন, যুবনেতা সরওয়ার, যুবনেতা জাহেদ আলম, যুবনেতা আবুল কাশেম, যুবনেতা কামরুল প্রমুখ।
পরিশেষে কাউন্সিলে মুহাম্মদ তাওহীদ আলম সভাপতি, ফারুক হোসাইন সাধারণ সম্পাদক, মোস্তাফিজুর সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ জয়নাল অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।