সীতাকুন্ডে নুরুল ইসলাম ফারুকী (র)’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল

সীতাকুন্ড প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সীতাকুন্ড উপজেলার উদ্যোগে আজ (২৭ আগস্ট) শুক্রবার বেলা ৩ টা হতে শীতলপুর গাউসিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.)’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

ছাত্রসেনা সীতাকুন্ড উপজেলার সভাপতি তাওহিদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হুসাইনের সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সীতাকুন্ড উপজেলার সভাপতি মাওলানা মুজিব উদ্দিন কাদেরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত সীতাকুন্ড উপজেলার সভাপতি অধ্যক্ষ আল্লামা আবদুল আওয়াল কাদেরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা সীতাকুন্ড উপজেলার সভাপতি যুবনেতা আবু মুসা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলী সিদ্দিকি, মাওলানা ওমাইর রজবি, মাওলানা খোরশেদ আলম, মাওলানা আবু কায়সার, যুবনেতা সাখাওয়াত হোসাইন, মাওলানা কায়সার আলম, মাওলানা নসিম উদ্দিন, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা সিরাজুদ্দৌলা, মুহাম্মদ আলাউদ্দিন, মাওলানা রুকন উদ্দিন ইরফান, ছাত্রনেতা আলী আকবর, ছাত্রনেতা ইকবাল জাহিদ, আলাউদ্দিন সরওয়ার, সাহাব উদ্দিন, হেলাল উদ্দিন, ফসিউল আলম, গাউসুল ফারুক, প্রমুখ।

এতে বক্তারা বলেন, আদর্শিকভাবে আল্লামা ফারুকি যখন বিভিন্ন টিভি চ্যানেলে ইসলামের সুন্দর দিকগুলো সবাইকে দেখাচ্ছিলেন, তখন লা মাজহাবি ও ভিন্নমত পোষণকারীরা উনাকে নানাভাবে দমাতে চেষ্টা করে। বারবার উনাকে খুন করার হুমকিও দেওয়া হয়। যা একপর্যায়ে তারা বাস্তবায়ন করে। শাহাদাতের ৭ম বছরে খুনীদের শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সীতাকুন্ড উপজেলা ও উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button
close