সুস্থ ও মনোরম পরিবেশ গড়ে তোলতে বৃক্ষরোপণের ভুমিকা অতুলনীয়

ছাত্রসেনা শিকলবাহা ২নং ওয়ার্ড শাখার বৃক্ষরোপন অভিযানে বক্তারা

শফিউল করিম, কর্ণফুলী: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শিকলবাহা ইউনিয়ন শাখার আওতাধীন ২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কর্ণফুলীর শাহ আমানত সেতু এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আশেকুর রহমান ইশতিয়াকের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রসেনা শিকলবাহা ২ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ নোমানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি যুবসেনা শিকলবাহা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক যুবনেতা নুরুল আক্কাস জীবন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আরাফাত হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আদর্শ, নিরাপদ ও বিশুদ্ধ পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে বৃক্ষরোপণ অত্যন্ত কার্যকরী ভুমিকা রাখে। কাজেই প্রতিটি নাগরিকের উচিৎ সুস্থ ও মনোরম পরিবেশ গড়ে তোলতে বৎসরে নূন্যতম একটি করে চারা লাগানো আবশ্যক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রসেনার সহ-সভাপতি ছাত্রনেতা জাহিদ হাসান, যুবনেতা মাওলানা জাহেদ হোসেন, প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন আসিফ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রসেনার সদস্য নুর মুহাম্মদ মুন্না, ওয়ার্ড শাখার প্রচার সম্পাদক শাহাদাত হোসেন শাকিল,ফাহিম, মোাবারক,নিশাত, মুন্না প্রমুখ।

Related Articles

Back to top button
close