স্বনির্ভর বাংলাদেশ গড়তে আদর্শ ছাত্ররাজনীতি চর্চা জরুরি -ছাত্রসেনা ছনহরা শাখার অভিষেকে বক্তাগণ
প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ১৫নং ছনহরা ইউনিয়ন শাখার অভিষেক গতকাল ৪ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭টায় পটিয়া পৌর সদরের একটি রেস্তোরাঁয় সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সম্পাদক আজাদ হোসেন রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রসেনার কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম শওকত, বিশেষ অতিথি ছিলেন ছাত্রসেনা পটিয়া উপজেলা পূর্ব পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ জমির উদ্দীন, ছাত্রসেনা পটিয়া উপজেলা পূর্ব পরিষদের সাবেক সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ জুলফিকার আলী, ছাত্রসেনা পটিয়া সরকারি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. নাজমুল হক চৌধুরী, প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা পটিয়া উপজেলা পূর্ব পরিষদের সভাপতি মিজান উদ্দীন মামুন।
অভিষেকে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম শওকত বলেন, এখন আদর্শহীনভাবে ছাত্ররাজনীতি চর্চা মাত্রাতিরিক্ত বেড়েছে। ছাত্রসংগঠনগুলো ছাত্রদেরকে রাজনীতির নামে সন্ত্রাসবাদ ও মাদকের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু স্বনির্ভর বাংলাদেশ গড়তে আদর্শ ছাত্ররাজনীতি চর্চা জরুরি, তাই ছাত্রসংগঠনগুলো আদর্শ ছাত্ররাজনীতি চর্চা করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রসেনা পটিয়া উপজেলা পূর্ব পরিষদের অর্থ নুরুল আজিম ছোটন, ইউনিয়ন ছাত্রসেনার সহ সভাপতি আবদুল খালেক, সহ সভাপতি হাফেজ মুহাম্মদ সাইফুদ্দীন, সহ সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুরাদ, সাংগঠনিক সম্পাদক এরশাদুল ইসলাম প্রমুখ।