স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সমাবেশ ও র‍্যালী

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী আজ ২৬ মার্চ (শুক্রবার) বিকাল ৪টায় জেলা সভাপতি মুহাম্মদ নূরের রহমান রণি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

শাহচাঁন্দ আউলিয়া মাজার গেইট থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র‍্যালীটি পটিয়া উপজেলা চত্বর গিয়ে শেষ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক মুহাম্মদ রিদওয়ান সাজ্জাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক জননেতা অধ্যক্ষ আবু তালেব বেলাল, উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক জননেতা অধ্যক্ষ কাজী হাফেজ আহমদ আলকাদেরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন, যুবসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক যুবনেতা মাস্টার মুহাম্মদ কমরুদ্দীন ও আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ওমান কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জননেতা হাসান আলী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আবদুল্লাহ আল জাবের।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, লাখো শহিদের তাজা রক্তের ফসল এ স্বাধীনতা। স্বাধীনতার এ সুবর্ণ জয়ন্তীকে প্রেরণা হিসেবে গ্রহণ করে সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের প্রত্যাশা থাকবে মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে যারা অন্যায়, অবিচার, লুটতরাজ করছে, এদেশের মানুষকে অধিকার বঞ্চিত করছে তাদের থেকে দেশের জনগণ তথা দেশকে রক্ষার জন্য সরকার ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

পরে যাদের অবদানে আজকের স্বাধীন বাংলাদেশ সেসব মুক্তিযোদ্ধা ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত পরিচালনা করা হয়।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ছাত্রনেতা এইচ এম এনামুল হক, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি মুহাম্মদ বোরহান উদ্দিন ছিদ্দিকী, সহ সভাপতি মুহাম্মদ ওসমান রেজা, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ নুর উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মঞ্জরুল ইসলাম, জেলার সাবেক সদস্য আবদুল মুবিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ইমতিয়াজ, দপ্তর সম্পাদক শাহ নেওয়াজ শুভ, শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রাশেদুল হক ফারুকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মুহাম্মদ তারেক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম মিজানুর রহমান, সমাজ সেবা সম্পাদক আ ন ম নাছির উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম গোফরানুল হক, সদস্য শহীদুল ইসলাম, রাশেদুল আলম ইফতি, ইফতেখার হোসেন মিশু,খোরশেদুল আলম, ফরহাদুল হক, ইসমাঈল হোসেন, আব্দুল্লাহ আল হোসাইন, সাকিবুল আকবর,মোজাম্মেল হক শাহেদ, হাফেজ ইসহাক, আরিফুল ইসলাম ইমন,হাফেজ সেকান্দর, রাজিব রিফাত,আরাফাত হোসাইন, জাহেদুল ইসলাম সজিব, তৌহিদুল আলম সাকিব,বাহার উদ্দিন, এম. নাজমুল হক চৌধুরী প্রমুখ।

Related Articles

Back to top button
close