স্বাধীনতা যুদ্ধের সুফল এখনো পায়নি জনগণ -ছাত্রসেনা সিলেট জেলা

হুসাইন আহমদ রণি, সিলেট

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আজ (২৬শে মার্চ) বিকেল ৫ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সিলেট জেলা শাখার আয়োজনে শতাধিক নেতা-কর্মী নিয়ে হযরত শাহ জালাল (রা:) -এর দরগাহ্ প্রাঙ্গণ হতে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত এক মিছিল বের হয়। মিছিল পরবর্তীতে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানির কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে ছাত্রসেনা।

মিছিল শেষে পথসভায় হুসাইন আহমদ রণি’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি, যুবসেনা কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক যুবনেতা মুহাম্মদ নূরুল হক চিশতী, স্বাগত বক্তব্য রাখেন ছাত্রসেনা সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুস সবুর ইমন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা জাবেদুল ইসলাম, কুতুবউদ্দিন খন্দকার, মুহাম্মদ আলী জাবের, কাওছার আহমদ(জেনিছ), মুহাম্মদ রুহুল আমিন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হচ্ছে,অথচ মানুষ এখনো তার মানবাধিকার, স্বাধীনতা পরিপূর্ণভাবে পায়নি;মুক্তি মেলেনি পরাধীনতার শিকল হতে—দৃপ্তকণ্ঠে বলেন বক্তারা।

তারা আরও বলেন— মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা প্রতিষ্ঠাকাল হতে আজ অবধি দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে প্রতিবার; দেশ,জাতির পক্ষে সুন্নি-মুসলিম জনতা বরাবরই জাগ্রত;যুদ্ধের প্রকৃত উদ্দেশ্য তথা স্বাধীনতার সুফল হতে বঞ্চিত জাতিকে তার স্বাধীনতা প্রদান করতে হবে।

Related Articles

Back to top button
close