স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালুর দাবিতে করেছে মানববন্ধন যুল-ইয়ামিন ছাত্রকল্যাণ
নিজস্ব প্রতিবেদক

গতকাল বৃহস্পতিবার (৩ জুন) সকাল সাড়ে নয় টায় জামেয়া মাদ্রাসার সামনে অনতিবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে ছাত্র সংগঠন যুল-ইয়ামিন ছাত্রকল্যাণ পরিষদ।
এ সময় ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন সি. সহ সভাপতি আব্দুল করিম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান সহ সম্পাদক মুহাম্মদ ইকবাল জাহিদ, মিনহাজুল আবেদীন, মাসুম বিল্লাহ্, হাফেজ রায়হান প্রমুখ।
এছাড়াও যুল-ইয়ামিন কামিল শাখার নেতৃবৃন্দ ও জামেয়ার সাধারণ ছাত্ররা দাবীর প্রতি একাত্মতা জানিয়ে মানববন্ধনে অংশগ্রহন করেন।