হযরত তৈয়্যব শাহ(রঃ)’র ওরস মোবারক ও মুফতী ইদ্রিস রেজভীর(রঃ) স্মরণ সভা উদযাপিত

জহির উদ্দীন, বন্দর প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র আওতাধীন বন্দর থানা শাখার ব্যবস্থাপনায় হযরত হাফেয সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রঃ)’র ওরস মোবারক ও আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভী (রঃ)’র স্মরণ সভা বন্দর থানার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাকিব রেজা কাদিরীর সভাপতিত্বে এবং মিনহাজুর রহমান মিরাজের সঞ্চালনায় আজ সোমবার (২ আগস্ট) বাদে এশা হযরত জাফর আলী মালুম জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মাওলানা নুরুল কবির রিজভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার সাবেক সভাপতি মুহাম্মদ জহির উদ্দীন, আহলে সুন্নত ওয়াল জামাত ৩৮ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ বদিউর রহমান, ইসলামী যুবসেনা বন্দর থানার সভাপতি মাওলানা মুহাম্মদ গোলাম হুসাইন আল কাদেরীর, সাইফুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ ইফতি রেজা কাদেরী, মুহাম্মদ ইফতেখার মঈন উদ্দিন, মুহাম্মদ আব্দুল আউয়াল, মুহাম্মদ তৌফিক সহ প্রমুখ।

Related Articles

Back to top button
close