হাটহাজারীতে ছাত্রসেনার উদ্যোগে পরীক্ষা সামগ্রী বিতরণ
মিজানুর রহমান মুন্না, নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী পৌর ৩নং ওয়ার্ড এর উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন, এস.এস.সি. ও সমমান পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান’২১ ফকিরহাট গাউসিয়া ফোরকানিয়া মাদ্রাসায় সম্পন্ন হয়েছে।
ছাত্রসেনা ৩নং ওয়ার্ড এর সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ জাবেদ ওমর ও অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক ছাত্রনেতা মুহাম্মদ ইকবাল হোসেন এর যৌথ সঞ্চালনায় এবং সংগঠনের সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ সাইফুল ইসলাম এরশাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাটহাজারী পৌরসভার সাংগঠনিক সম্পাদক জননেতা মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম আলকাদেরী। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী পৌরসভার সাবেক সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ সাহেদুল আলম সাহেদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবসেনা হাটহাজারী পৌরসভার সাধারণ সম্পাদক যুবনেতা সৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দিন,ছাত্রসেনা হাটহাজারী পৌরসভার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মহি উদ্দিন মহিন, ছাত্রসেনা ৩নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ ওয়াহিদুল আলম, ছাত্রসেনা ৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ শাহেদ উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী পৌরসভার শিক্ষা-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, ছাত্রনেতা মুহাম্মদ জুনাঈদুল আলম কাদেরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ হান্নান উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আয়ুব,আলী আকবর,মুহাম্মদ ইয়াসিন,সাহেদুল ইসলাম মুন্না,শহিদুল ইসলাম,আরফাদ,মুবিনুল হক, সালাহউদ্দিন, সাকিব, হাফেজ মিজান,কাউছার মুহিত,রাশেদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে অর্ধ শতাদিক পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শেষে মিলাদ-কিয়াম এবং দো’আ-মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।