হাটহাজারীতে ছাত্রসেনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হযরত গাউসুল আযম আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)’র ওরশ মোবারক এবং পৌরসভা ছাত্রসেনার অভিষেক অনুষ্ঠান হাটহাজারী বাসষ্ট্যান্ডস্থ আল-জামান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

হাটহাজারী পৌরসভা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক সেকান্দর মিয়া, উদ্বোধক ছিলেন হাটহাজারী পৌরসভা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম কাদেরী, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রসেনার সভাপতি কে. এম. আজাদ রানা।

প্রধান অতিথি সেকান্দর মিয়া বলেন, ছাত্র রাজনীতির মূল লক্ষ্য হতে হবে ছাত্র সমাজের স্বার্থে নানা পদক্ষেপ নেয়ার মাধ্যমে ইতিবাচক ছাত্র রাজনীতিতে শামিল হওয়া। যা বিদ্যমান ছাত্র রাজনীতিতে দেখা যায় না। আর এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।গত বিয়াল্লিশ বছর ধরে ছাত্রসেনা আদর্শিক পথে ছাত্র সমাজকে আদর্শিকভাবে উজ্জ্বীবিত ও উদ্দীপ্ত করে আসছে। লক্ষ্যভ্রষ্ট ঘুণে ধরা ছাত্র রাজনীতিকে সঠিক পথে ফেরাতে আদর্শিক ছাত্রবান্ধব রাজনীতিকে বিকশিত করতে হবে।

উদ্বোধক মাওলানা রফিকুল ইসলাম বলেন, এদেশে ইসলাম প্রচারে গাউসুল আযম হযরত আহমদ উল্লাহ (কঃ)’র অবদান অপরিসীম। আওলিয়া কেরামের পথ ও মত কে বুকে ধারণ করে ছাত্রসমাজের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।

প্রধান বক্তা কে.এম আজাদ রানা বলেন, ছাত্র রাজনীতিতে ছাত্র সমাজের সমস্যাকে প্রাধান্য দিতে হবে। টেন্ডারবাজি, ক্যাম্পাস দখল ও হানাহানির ছাত্র রাজনীতির অবসান দেখতে চায় ছাত্র সমাজ। সুন্নিয়ত প্রচারে এবং ছাত্র সমাজকে আদর্শিকভাবে ধরে রাখতে ইতিবাচক ছাত্র রাজনীতির উদাহরণ ছাত্রসেনা। তাই ছাত্র সমাজকে ছাত্রসেনার প্লাটফরমে আসার তাগিদ দেন।

হাটহাজারী পৌরসভা ছাত্রসেনার সাধারণ সম্পাদক হাফেজ সোলাইমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাটহাজারী পৌরসভা যুবসেনার সাধারণ সম্পাদক সৈয়দ নেজাম উদ্দিন, হাটহাজারী উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি রেজাউল হাসান, হাটহাজারী পৌরসভা ছাত্রসেনার সাবেক সভাপতি সাহেদুল আলম সাহেদ,সাবেক সভাপতি মহিউদ্দিন মহিন,আল-অদুদ ইসলামী ছাত্র ফোরামের সাবেক সভাপতি মাওলানা আবু হানিফ নোমান।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী পৌরসভার সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান,সাংগঠনিক সম্পাদক এইচ এম শাহেদ উদ্দিন,সহ-সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলী, অর্থ সম্পাদক কুতুব উদ্দিন জিষার, সহ-অর্থ সম্পাদক নেওয়াজ শরীফ, দপ্তর সম্পাদক জাবেদুল আলম,সহ-দপ্তর সম্পাদক এস. এম. জাহেদ সরওয়ার,শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হাসানুল ইসলাম, দাওয়া সম্পাদক হান্নান উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহেদুল ইসলাম মুন্না, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শিহাব উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলী আকবর, সমাজসেবা সম্পাদক আবু হানিফ, আইন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম রিফাত, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাইয়ুম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মঈন উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ আলী আকবর, সিনিয়র সদস্য মোজাম্মেল হক, হাফেজ আবু ছালেহ, দিদারুল ইসলাম, সাইফুল ইসলাম এরশাদ, এমদাদুল হক প্রমুখ।

Related Articles

Back to top button
close