ন্যায়ের পক্ষে লড়ে যেতে সকলকে শক্ত মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে -জননেতা সোলাইমান চৌধুরী
নিজস্ব প্রতিবেদক

গতকাল (৩০ জুন) বুধবার পটিয়া শহীদ হালিম-লিয়াকত মিলানয়াতনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার তৎকালীন কেন্দ্রীয় সভাপতি কাজী মুহাম্মদ সোলাইমান চৌধুরীর চক্ষু শাহাদাত দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা পটিয়া পৌরসভা ও পটিয়া উপজেলা পূর্ব পরিষদ আয়োজনে ঈদে মিলাদুন্নবী (দ.) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া পৌরসভার সভাপতি শামুনুর রশীদ আল আমিরীর সভাপতিত্বে ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য এম. নাজমুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ছাত্রসেনার তৎকালীন কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব কাজী মুহাম্মদ সোলাইমান চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী হাফেজ আহমদ আলকাদেরী, উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন, ইসলামী ফ্রন্ট পটিয়া পৌরসভার সহ সভাপতি কাজী বদিউর রহমান, যুবসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাষ্টার মুহাম্মদ কমরুদ্দীন, ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পূর্বের সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ জিলানী, ছাত্রসেনার কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম শওকত।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কাজী সোলাইমান চৌধুরী বলেন, সত্য কথা বলতে ও ন্যায়ের পথে চলতে অনেক ঘাত প্রতিঘাত আসবে। কিন্তু সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য, ন্যায়ের পক্ষে লড়ে যেতে সকলকে শক্ত মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আহমদ হালিমী, ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পূর্বের প্রচার সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, সাহিত্য সংস্কৃতিক সম্পাদক মাওলানা কুতুব উদ্দীন, মুহাম্মদ আব্বাস, মুহাম্মদ রফিক, যুবসেনা পটিয়া উপজেলা পূর্বের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ইকবাল, ছাত্রসেনা পটিয়া উপজেলা পূর্বের সাবেক সভাপতি মুহাম্মদ জমির উদ্দীন, ছাত্রসেনা পটিয়া উপজেলা পূর্বের সভাপতি মুহাম্মদ মিজান উদ্দীন, অর্থ সম্পাদক মুহাম্মদ ছোটন, দপ্তর সম্পাদক জুনাইদুল ইসলাম, ছাত্রসেনা পটিয়া পৌরসভার দপ্তর সম্পাদক মুহাম্মদ তাজিব সরওয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ বাহার উদ্দিন, ছাত্রসেনা পটিয়া কলেজের সাবেক ছাত্রনেতা শাহাজাহান জুয়েল প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৪ সালে ৩০ জুন তাসলিমা নাসরিনের ফাঁসির দাবীতে ঢাকায় ছাত্রসেনার আহুত হরতালে নেতৃত্বদানকালে দুষ্কৃতিকারীদের হামলায় চক্ষু দৃষ্টি হারিয়ে ফেলেন সেসময়ের ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি কাজী সোলাইমান চৌধুরী।