ইউসুফ বদরীর উপর হামলায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার দাবী
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সাবাজার উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ ও শিক্ষাবীদ আল্লামা ইউসুফ হোসাইন বদরীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান ও মহাসচিব জননেতা আল্লামা এম এ মান্নান ও এম এ মতিন।
নেতাদ্বয় বিবৃতিতে বলেন- কক্সবাজার চকরিয়াস্থ বদরখালী বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) এর বিরোধীতাকারী চিহ্নিত জামাত-শিবিরের সন্ত্রাসী বাহিনী কর্তৃক যেভাবে প্রকাশ্যে হামলা করেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক এবং গৃণীত কাজ। এ কাজ কখনো প্রকৃত মুসলমানের পক্ষে সম্ভব নয়। নামধারী বর্ণচোরা গোষ্টির পক্ষেই কেবল সম্ভব। নেতাদ্বয় এ হামলাকে দেশ ও জাতির জন্য অশনি সংকেত বলে মনে করেন।
নেতাদ্বয় বিশিষ্ট শিক্ষাবীদ ও রাজানীতিক আল্লামা ইউসুফ হোসাইন বদরীর উপর হামলায় জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করার আহবান জানান। নচেৎ বৃহত্তর কর্মসূচী প্রদান করার হুশিয়ারী উচ্চারণ করেন।