ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পূর্বের দ্বি-বার্ষিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ইউপি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজে হাফেজ আহমদ আল কাদেরী বলেন, নির্বাচনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে নির্বাচন কর্মকর্তা বিশেষ করে নির্বাচন কমিশনসহ প্রশাসনের সক্রিয় ইতিবাচক ভূমিকা রাখতে হবে। নির্বাচনে সহিংসতা, প্রশাসনের নিষ্ক্রিয়তা ও কেন্দ্র দখলের ঘটনা নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ভোট দাতাদের আস্থা নষ্ট করে এবং ভোটদানে নিরুৎসাহিত করে। তাই আসন্ন ইউপি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
গত (২ অক্টোবর) শনিবার বিকেল ৫টায় পটিয়া উপজেলা পরিষদ সমূহ দলীয় কার্যালয়ে ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
সংগঠনের সভাপতি সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ জিলানীর সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তা ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের অর্থ সম্পাদক কাজী নুরুল আবছার, পটিয়া পৌরসভা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, যুবসেনা পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক আরিফুল হক রানা, নির্বাচন কমিশনার ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কলিম উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা নেতা মাস্টার আলী খাঁন, আকতার হোসেন, আছরারুল হক আনোয়ারী হোসাইনী, কাজে মোহাম্মদ ইলিয়াস, আবুল কালাম লিটন, ক্বারী মোঃ ইদ্রিস, জেলা ছাত্রসেনার সাবেক সাধারণ সম্পাদক জুবাইরুল হক, জেলা ছাত্রসেনার সদস্য রবিউল ইসলাম আরমান, এম নাজমুল হক চৌধুরী, ছাত্রসেনা পটিয়া উপজেলা পূর্ব পরিষদের সভাপতি মিজান উদ্দীন মামুন, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ শাহাদাত, আব্দুল গফুর, মোঃ এমদাদ, এম. শাহ জুয়েল, আসিফ চৌধুরী মানিক প্রমুখ।
পরে সকলের সর্বসম্মতিক্রমে সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারুকে সভাপতি, ইউসুফ জিলানীকে সাধারণ সম্পাদক, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ও আশরাফ উদ্দিন সাইফুকে অর্থ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।