ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার ব্যবস্থাপনায় ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (রহঃ) ও শেরে মিল্লাত আল্লামা ওবাইদুল হক নঈমী (রহঃ)’র ওরশ মোবারক উদযাপন ও সংগঠনের নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান গত ১৮ই জুন বিকালে আজাদী বাজারস্থ দলীয় কার্যালয়ে ইসলামী ফ্রন্ট উপজেলা সভাপতি মাষ্টার খোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি অধ্যাপক মীর আবদুর রহিম মুনিরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন হোসেন হায়দারী।
মুহাম্মদ শাহজালালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার আইটি সম্পাদক আ.স.ম রফিকুল ইসলাম, ইসলামী ফ্রন্ট উপজেলা নেতৃবৃন্দ যথাক্রমে মাওলানা ইসমাইল আলকাদেরী,মাওলানা জসিম আবেদী, মাওলানা সোলাইমান, মাওলানা আলী আকবর, মাওলানা মঈন উদ্দিন আবছার, মুফতি বদিউল আলম,শহীদুল্লাহ কাইসার, এস. এম নজরুল ইসলাম,মোতালেব পারভেজ, মুহাম্মদ ফরিদুল আলম, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা হারুনুর রশিদ,মুহাম্মদ নুরুল আবছার, আলমগীর হোসেন মামুন, মুহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মাদ হেলাল উদ্দিন, মাওলানা ফারুকে আজম, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা জিয়াউর রহমান পিয়ারু, মাওলানা আজম, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা শফিউল আলম, মুহাম্মদ জামাল, মোরশেদুল আলম, ডা. হেলাল উদ্দীন, যুবসেনা উপজেলা সভাপতি হুমায়ুন কবির ফয়েজ, তারেক আলম, ছাত্রসেনা উপজেলা সভাপতি এরশাদ চৌধুরী প্রমুখ।