কক্সবাজারে ইসলামী ফ্রন্টের স্মরণ সভা ও দো’আ মাহফিল

কক্সবাজার প্রতিনিধি

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২ টায় কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার (দক্ষিণ) জেলা শাখার আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর প্রয়াত রাহবার ইমামে আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশেমী (রহ.), খতিবে বাঙ্গাল অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দীন আল কাদেরী (রহ.), শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.), আল্লামা গাজী জাফর আহমদ বদরী (রহ.), মুফতি ইদ্রিস রেজভী (রহ.), আল্লামা কাজী আহমদ রেজা খান (রহ.), আল্লামা সলিম উদ্দীন হায়দার (রহ.) ও মুহাম্মদ রইচ উদ্দীন (রহ.)’র স্মরণ সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর মহাসচিব জননেতা আল্লামা এম.এ মতিন।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার (দক্ষিণ) শাখার আহ্বায়ক মাওলানা মনজুর আহমদ এর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রচার সম্পাদক জননেতা মাওলানা রেজাউল করিম তালুকদার, কক্সবাজার আহলে সুন্নাতের সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস, সচিব অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ উল্লাহ নক্সেবন্দী, শাহজাদা মোহাম্মদ আতাউল মোস্তফা রেজভী, যুবসেনার কেন্দ্রীয় প্রতিনিধি এডভোকেট এডিএম আরুচ, নুরুল্লাহ রায়হান খান, কাজী সালাহ উদ্দিন মোহাম্মদ তারেক, ছাত্রনেতা খাজা বাকিবিল্লাহ প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button