কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার স্বাগত জুলুস
নিজস্ব প্রতিবেদক

গতকাল (০৯ অক্টোবর) শনিবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা ভৈরব উপজেলার ব্যবস্থাপনায় পবিত্র মাহে রবিউল আওয়াল ও সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) এঁর শুভাগমন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য স্বাগত জশনে জুলুছের আয়োজন করা হয়।
উক্ত স্বাগত র্যালীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলার সভাপতি শাহ মুহাম্মদ খন্দকার দ্বীন ইসলাম পীর সাহেব। সার্বিক দিক নির্দেশনায় ছিলেন হাজী মোঃ রুবেল হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ ভৈরব উপজেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মুজিবুর রহমাস সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য জননেতা শায়খ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল -ক্বাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রিয় পরিষদের যুগ্ম সাংগঠণিক সচিব জননেতা কাজী জসিম উদ্দীন সিদ্দিকী আশরাফী।
স্বাগত র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, হিজরী চন্দ্র মাসের অন্যতম মাস হলো রবিউল আওয়াল মাস। যেই মাসে দুনিয়ার জমিনে শুভাগমন করেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠতম রসুল নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (দঃ)। যেই নবীজীর কারণে আল্লাহ রাব্বুল আলামীন এই সমগ্র জাহান সৃষ্টি করেছেন। সেই নবীজীর শুভাগমনে খুশি হয়েছিল তামাম মাখলুকাত জুলুছ করেছিলেন আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা। বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা দয়াল নবীজীর শুভাগমন উপলক্ষ্যে যেই জুলুছ করেন তা মুলত আল্লাহর পুত পবিত্র ফেরেশতাদের অনুসরণ বৈ আর কিছু নয়। এই জশনে জুলুছ হচ্ছে নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত।
স্বাগত জশনে জুলুছ শেষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলার সভাপতি খন্দাকর দ্বীন ইসলাম পীর সাহেব ও সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ রুবেল হোসেন উপস্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুব সংগঠন বাংলাদেশ ইসলামী যুবসেনা, ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সংগঠনের সকল নেতাকর্মীসহ ইলেক্ট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইদের প্রতি স্বাগত জশনে জুলুছকে সফল করার জন্য শ্রদ্ধা ও অভিনন্দন জানান এবং করোনা মহামারি ভাইরাস হতে দেশ ও জাতির সকলকে মুক্ত থেকে সামাজিক ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের প্রতি আহ্বান জানান ।
সর্বশেষ সত্য ও ন্যায়ের প্রতি অবিচল আহলে সুন্নাত ওয়াল জামা’আতের একক রাজনৈতিক প্লাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা’র উত্তোরোত্তর সফলতা কামনা করে মিলাদ, ক্বিয়াম, মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে স্বাগত জশনে জুলুছ দু’আ ও মিলাদ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়