কুমিল্লায় কুরআন অবমাননাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি
প্রেস বিজ্ঞপ্তি

আজ কুমিল্লা নানুয়া দিঘীর পাড়ে পুজা মন্ডপে মহাগ্রন্থ আল কুরআনের অববমানকারীদের গ্রেফতারের দাবী এবং তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান ও মহাসচিব জননেতা আল্লামা এম এ মান্নান ও এম এ মতিন।
নেতাদ্বয় বিবৃতিতে বলেন- বাংলাদেশ সকল ধর্মের সম্প্রীতির বসবাস। ধর্ম চর্চা থেকে শুরু করে সকল ক্ষেত্রে ভ্রাতৃত্বের এক জ্বলন্ত উদাহরণ এই দেশ। এহেন শান্তিময় বাংলাদেশকে অশান্ত করার মানসে একটি গোষ্টি কুরআন অবমাননা করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে।
নেতাদ্বয় আরও বলেন-শতকরা ৯২ ভাগ মুসলমানের এই দেশে কুরআন অবমাননা কোন মত্ইে সহ্য করা যায় না। এর পিছনে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দুষ্টান্তমূলক শাস্তি প্রদানে সরকারের দৃষ্টি আকর্র্ষণ করেন।