জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহানগরের মানববন্ধন
মহানগর প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক ইউসুফ হোসাইন বদরীর উপর জামাত-শিবিরের সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে ও হাফেজ মুহাম্মদ জাহিদুর রহমানের সঞ্চালনায় গতকাল (২৮ অক্টোবর) মানববন্ধন জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি যুবনেতা আলহাজ্ব গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনা ঢাকা মহানগরের সহ সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক শাফায়াত উল্লাহ ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার আন্তর্জাতিক সম্পাদক রাসেল আহমদ প্রমুখ।