দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মুখের বুলি মাত্র

প্রেস বিজ্ঞপ্তি

দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের ঈদ পুনর্মিলনীতে দলের মহাসচিব এম এ মতিন

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন বলেন, জনগণের দুর্দশা দিনদিন বাড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারি অফিসে সীমাহীন দুর্নীতিতে জনগণ অস্তিত্বে আছে৷ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের নির্দেশ, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সরকারের মুখের বুলি মাত্র। দলীয় সরকার না হয়ে, জনকল্যাণে কাজ করে সরকারকে জনগণের সরকার হতে হবে।

গতকাল ৭ মে শনিবার বিকাল ৪টায় পটিয়াস্থ একটি কমিউনিটি হলে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক আবুল মনসুর দৌলতীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাযী হাফেজ আহমদ আলকাদেরীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ, বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আহমদ হোসাইন আলকাদেরী, সাংগঠনিক সচিব মোজাফফর আহমদ মোজাদ্দেদী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব কাজী সোলাইমান চৌধুরী, প্রচার সচিব রেজাউল করিম তালুকদার, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ তৈয়ব আলী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সচিব গোলামুর রহমান আশরাফ শাহ, আহলে সুন্নাত দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, যুবসেনার কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন রাব্বানী, ছাত্রসেনার কেন্দ্রীয় সহ সভাপতি এইচ এম এনামুল হক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবের।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসাইন, জেলা যুবসেনার সভাপতি মামুন উদ্দিন ছিদ্দিকী, সাধারণ সম্পাদক আরিফুল হক রানা, জেলা ছাত্রসেনার সভাপতি নূরের রহমান রণি, সাধারণ সম্পাদক নূর উদ্দীন প্রমুখ।

Related Articles

Back to top button
close