দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

প্রেস বিজ্ঞপ্তি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান ও মহাসচিব আল্লামা এম এ মতিন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান ও মহাসচিব আল্লামা এম এ মতিন বলেন, বর্তমান করোনা মহামারি কালে মানবজাতি অসহনীয় বিপর্যস্ত অবস্থায় দিনাতিপাত করছে। মৃত্যু যেনো প্রত্যেকের দরজায় কড়া নাড়ছে। অদৃশ্য করোনা ভাইরাসের ছোবলে সারাবিশ্ব জুড়ে আজ নাজুক অবস্থা বিরাজ করছে। এ সময়ে দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় অর্জিত ত্যাগ ও সংযম ধারণের যে শিক্ষা মুসলমানরা লাভ করেছে তা বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর মোক্ষম সুযোগ করে দিয়েছে পবিত্র ঈদুল ফিতর।অসহায় নিপীড়িত মানুষের পাশে দাড়ানোটা হোক এসময়ের সবচেয়ে বড় ব্রত। প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদের আমেজ ছড়িয়ে দিয়ে ধনী-গরিবের ভেদাভেদের দেয়ালকে চুর্ণ করতে পারলেই দেশ আরো এগিয়ে যাবে,কায়েম হবে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। তারা আরো বলেন- মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দস আজ জায়োনিস্ট ইহুদীদের আগ্রাসী থাবায় আক্রান্ত।রোজা মুখে ইফতারের সময়ে পানির পরিবর্তে বুলেটের আঘাতে শাহাদাত সুধা পান করেছে নিজদেশে উদ্বাস্তু হওয়া মুক্তিকামী ফিলিস্তিন জাতি। আজ ঈদের দিনেও তারা আতঙ্কগ্রস্থ। ঈদের দিনে আহত ফিলিস্তিনি মুসলিমদের আর্ত চিৎকারে বিশ্বমোড়লদের চৈতন্য ফিরে আসুক। এ ঈদের সময়ে মুক্তির বীণ বাজুক প্রতিটি মুসলিমের শিরা উপশিরায়। ইসলামী চেতনাবোধে জেগে ওঠুক মুসলিম বিশ্ব। অনিশ্চয়তার ঘোর অমানিশা কেটে সুন্দর ভোরের উদয় হোক। মুক্তি পাক বিশ্ব মানবতা।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা – ঈদ মুবারক।এ ঈদে সবাই নিরাপদে থাকুন।আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক। আমীন

Related Articles

Back to top button
close