নিজের দোষ ঢাকতে জনগণকে বলির পাঁঠা বানাচ্ছে সরকার -পটিয়ায় ফ্রন্টনেতা মনসুর দৌলতি
নিজস্ব প্রতিবেদক

নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার মানববন্ধন
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক আবুল মনসুর দৌলতি বলেন, করোনা মহামারীর কারণে দীর্ঘদিন অনেক মানুষের কাজ নেই, নতুন বিনিয়োগ নেই। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মানুষের জীবন এখন দুর্বিষহ। অন্যদিকে পূর্ব ঘোষণা ছাড়া অযৌক্তিকভাবে বাড়িয়েছে জ্বালানির দাম।
এ দৌরাত্ম্য থেকে মানুষকে রক্ষা না করে উল্টো নিজেদের লুটপাট, দুর্নীতির দোষ ঢাকতে জনগণকে বলির পাঠাঁ বানাচ্ছে সরকার। অনতিবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের মূল্য কমিয়ে সাধারণ মানুষের দুঃখ লাঘব করার আহ্বানও জানান তিনি৷
আজ ১৫ নভেম্বর (সোমবার) বিকেল ৩টায় পটিয়া উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনে সভাপতি অধ্যাপক আবুল মনসুর দৌলতীর সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রচার সম্পাদক কাজী মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, আইন বিষয়ক সম্পাদক ডিআইএম জাহাঙ্গীর আলম, সদস্য নূরুল ইসলাম জিহাদী, কাজী মফিজুর রহমান, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ নূরের রহমান রণি, সহ সভাপতি মুহাম্মদ সাইফুদ্দীন, ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য কাজী মুহাম্মদ আরাফাত, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ নুর উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম আরমান, সদস্য এম. নাজমুল হক চৌধুরী, আব্দুল্লাহ আল হোসেন প্রমুখ।