নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ
মহানগর প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেন- বাংলাদেশে এখন নীরব দূর্ভিক্ষ চলছে। পবিত্র মাহে রমজানে বিভিন্ন মুসলিম রাষ্ট্রে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কমিয়ে দিলেও বাংলাদেশে পণ্য মূল্য বৃদ্ধির প্রতিযোগীতা চলে। জনগণের ভোট বিহীন নির্বাচিত সরকার তাদের ক্ষমতা ধরে রাখার জন্য ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় পণ্য মূল্য নিয়ন্ত্রণে দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহণ করছেনা। ফলে এদেশের সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে অসহায় আত্ন সমর্পণ করেছে। বর্তমানে বাংলাদেশে ব্যবসায়ীদের পাশাপাশি সন্ত্রাসীরাও বেপরোয়া হয়ে উঠেছে।দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে। স্বাধীনতার ৫০ বছর অতিবাহিত হলেও এদেশের মুক্তিযুদ্ধের চেতনার আলোকে জনগণের ন্যায্য অধিকার ও স্বাধীনভাবে চলাচলের নিরাপত্তা এখনও অর্জিত হয়নি।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর এর উদ্যোগে সংগঠনের সভাপতি জননেতা মাওলানা মুহাম্মদ আবদুন নবীর সভাপতিত্বে নগরীর মুরাদপুরস্থ জামান হোটেলে অনুষ্ঠিত মোহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব মন্তব্য করেন।
মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মাওলানা সাদেকের রহমান হাশেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আলহাজ্ব মাওলানা স উ ম আবদুস সামাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জননেতা অধ্যক্ষ আবু তালেব বেলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জননেতা অধ্যক্ষ তৈয়ব আলী,জননেতা মাষ্টার আবুল হোসাইন, আলহাজ্ব মাওলানা আবদুল মালেক প্রমুখ।
মহানগর ইসলামি ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দীন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে জননেতা মাওলানা শাব্বির আহমদ উসমানী, মুহাম্মদ শাহজাহান ফজলুল করিম তালুকদার, কাজী মাওলানা আরিফুর রহমান, কাজী মোহাম্মদ আমিন উল্লাহ,মাওলানা সোহাইল উদ্দিন আনসারী,আবদুর রহিম, আনোয়ার পারভেজ সিকদার,মোহাম্মদ নবী হোসাইন, অধ্যাপক আহমদ শাহ আলমগীর, মাওলানা জামাল উদ্দিন,আলহাজ্ব আবদুল হামিদ সর্দার,মোহাম্মদ ইসমাইল হোসেন, আবদুল মাবুদ,আবদুল মতিন, মাওলানা করম আলী, প্রমুখ।