নির্বাচন কমিশন পুনর্গঠনে বঙ্গভবনে ৪ দফা প্রস্তাবনা নিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

গতকাল বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট মুহাম্মদ আব্দুল হামিদের সাথে সংলাপে অংশগ্রহন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জাতীয় নেতৃবৃন্দ।

রাষ্ট্রপতি ইসলামী ফ্রন্ট

মহামান্য রাষ্ট্রপতির সাথে ইসলামী ফ্রন্টের সংলাপকালে নির্বাচন কমিশন পুনর্গঠনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৪ প্রস্তাবনা পেশ করা হয়।

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সুফিবাদি জনতার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (নিবন্ধন নং- ৩৫) ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর হতে মোমবাতি প্রতীকে প্রতিটি জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে আসছে।

নেতৃবৃন্দ বলেন- সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতীয় অনৈক্য দূর করে সংঘাতময় পরিস্থিতি উত্তরণে কার্যকর ভূমিকা পালন করবে। এ ধরনের একটি অংশগগ্রণমূলক নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করায় মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি।

নির্বাচন কমিশন গঠন ও সুষ্ঠু-অবাধ গ্রহণযোগ্য নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর পারষ্পরিক উত্তপ্ত বাক্য বিনিময়, পক্ষ-বিপক্ষের দাবীগুলোর প্রেক্ষাপটে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবনাসহ সময়োপযোগী কিছু পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছে।

১। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন নিয়োগের জন্য বিগত ৫০ বছরে কোনো সরকারই আইন করেনি। আইনের সাংবিধানিক ভিত্তি একটি কাঠামো ও বাধ্যবাধকতার নির্দেশ করে। আমরা নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত স্থায়ী সমাধানের জন্য বিদ্যমান সাংবিধানিক ধারা সংশোধন করে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার প্রস্তাব করছি।

২। নির্বাচনকালীন সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো যেমন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে ন্যাস্ত থাকবে।

৩। অনির্বাচিত তত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য স্থায়ী কোনো সমাধান নয়, যা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে পার্শ্ববর্তীদেশসহ উন্নত দেশগুলোর মডেল অনুসরণ করা প্রয়োজন।

৪। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপরোক্ত প্রস্তাবনা পেশ পূর্বক নিম্মোক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করার লক্ষে দেশের প্রখ্যাত ৫ জন ব্যক্তির নাম প্রস্তাব করেন।

Related Articles

Back to top button
close