নির্বাচিত হলে দূর্নীতি-মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক ফতেপুর গড়ার ঘোষনা
নাছির উদ্দীন রুবেল, নিজস্ব প্রতিবেদক

মোমবাতি প্রতীকের সমর্থনে ফতেপুর ৪ ও ৫নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী সেকান্দর মিয়ার ব্যাপক প্রচারণা
হাটহাজারী উপজেলাধীন ১১নং ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ সেকান্দর মিয়ার মোমবাতি প্রতীকের পক্ষে আজ ২৪ নভেম্বর ইউনিয়নের লতিফপাড়া, দুলইর পাড়া, বারি পাড়া, রুদ্রপল্লি, কুলালপাড়া, পশ্চিম বুদাগাজির বাড়ি, রাজাফকির বাড়ীসহ ৪ ও ৫নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগ কালে চেয়ারম্যান প্রার্থী সেকান্দর মিয়া বলেন-সাম্প্রতিক সময়ের নির্বাচনগুলোতে নজিরবিহীন ভোট কারচুপির মধ্য দিয়ে সরকারের গ্রহণযোগ্যতা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ এবং আস্থার সংকট তৈরি হয়েছে। বিপক্ষ প্রার্থীর উপর হামলার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে নৈরাজ্যকর পরিস্থিতি। তিনি বলেন- জনগণ ভোটযুদ্ধের নামে সংঘাত-সহিংসতা চায় না। ভোট নিয়ে উৎসব করতে চায়।
ফতেপুর ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঐতিহাসিক জনপদ হলেও শিক্ষা- চিকিৎসা- উন্নয়নে এখনো অনুন্নত।নির্বাচিত হলে দূর্নীতি-মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক ফতেপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করাসহ আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে জনগণের ভোটাধিকার প্রয়োগে কার্যকর পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনকে তিনি আহবান জানান। নির্বাচনী গণসংযোগকালে উপস্থিত ছিলেন- হাটহাজারী উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দীন, পৌরসভা ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন সওদাগর,আহলে সুন্নাতের কেন্দ্রীয় অর্থ সম্পাদক এডভোকেট মুখতার আহমদ সিদ্দিকী,উত্তর জেলা ইসলামী ফ্রন্টের প্রচার সম্পাদক মাওলানা জামাল উদ্দীন,যুবসেনার কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা নুরুল্লাহ রায়হান খান, মাওলানা সৈয়দ আবু তালেব,হাটহাজারি পৌর যুবসেনার সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন রুবেল, হাটহাজারী উপজেলা দক্ষিণ ছাত্রসেনা সভাপতি জাবেদ হোসাইন,হাফেজ জয়নাল, মিনহাজ,হাবিব,আরাফাত,সাইফুল,রুবেল, রিয়াদ, শাহেদ, মুন্না প্রমুখ।