পটিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা (পূর্ব) শাখার স্বাগত র‍্যালী

নাজমুল হক চৌধুরী, নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.)’র মাস রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গতকাল (৭ অক্টোবর) বৃহস্পতিবার বিকেল ৫টায় পটিয়া সদরে স্বাগত র‍্যালী বের করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা পটিয়া উপজেলা পূর্ব পরিষদ।

র‍্যালীটি পটিয়া উপজেলা গেইট থেকে শুরু হয়ে পোস্ট অফিস, থানার মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পটিয়া কলেজের পশ্চিম গেইটে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রসেনা পটিয়া উপজেলা (পূর্ব) সভাপতি মিজান উদ্দীন মামুন।

দপ্তর সম্পাদক জুনাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা (পূর্ব) ইসলামী ফ্রন্টের সহ সভাপতি কাজী ইলিয়াছ, সাধারণ সম্পাদক মাওলানা ইউছুফ জিলানী, যুগ্ম সম্পাদক আবুল কালাম লিটন, প্রচার সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক খোরশেদ আলম, জয়নাল আবেদীন, মোহাম্মদ এমদাদ হোসেন, উপজেলা (পূর্ব) ছাত্রসেনার সাবেক যুগ্ম আহবায়ক মুহাম্মদ সাইফুদ্দীন, সাবেক সভাপতি লোকমান হোসেন, পটিয়া সরকারি কলেজ ছাত্রসেনার সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম আরমান, সাবেক সাংগঠনিক সম্পাদক এম. নাজমুল হক চৌধুরী, বর্তমান সভাপতি সাজ্জাদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা (পূর্ব) ছাত্রসেনা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম সাগর, অর্থ সম্পাদক নুরল আজম ছোটন, দাওয়া বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইয়াছিন আরফাত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল আলিম, প্রচার সম্পাদক মোহাম্মদ হাসান, সহ- প্রচার সম্পাদক মোহাম্মদ আলী আজগর শাকিল, সাহিত্য ও সাংস্কতিক সম্পাদক মোহাম্মদ মাহফুজ রেজা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পদক রাশেদুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক আবদুল খালেক, সদস্য আজাদ হোসেন রানা, জয়নাল আবেদীন, ইয়াছিন আরাফত আসিফ, মুহাম্মদ সাজ্জাদসহ আওতাধীন ইউনিয়নের সর্বস্তরের নেতা কর্মীরা।

এসময় বক্তারা বলেন, রাসূলে করিম (দ.) সৃষ্টির মূল রহস্য। পৃথিবীতে তাঁর শুভাগমন বিশ্ব মানবতার জন্য অফুরন্ত মহা নেয়ামত। এবং এ মহা নেয়ামত প্রাপ্তিতে কৃতজ্ঞতার সাথে শোকরিয়া আদায়ের মাধ্যমে সফলতা অর্জনের নির্দেশনা পবিত্র কোরআনে রয়েছে।

Related Articles

Back to top button
close