পবিত্র রবিউল আউওয়াল শরীফে সকল বাতিলের মুখোশ উন্মোচনের মোক্ষম সময়
রাঙ্গুনিয়া প্রতিবেদক

বাংলাদেশে অসংখ্য জাতীয় সংগঠন কিন্তু রবিউল আউয়াল শরীফে একমাত্র কর্মসূচি আছে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কারণ এ-সংগঠন আমার প্রিয় নবীর সংগঠন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশের অঙ্গনের সুন্নি আকিদার উপর এই সংগঠন ১৯৮০সালের ২১শে জানুয়ারী শুরু হয়ে এর পর ১৯৮৪ সালে বাংলাদেশ ইসলামী যুবসেনা ১৯৯০ সালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট গঠিত হয়। সেই এদেশের পীর মাশায়েখ আলেম-ওলামা ও সর্বস্তরের নেতাকর্মী সুন্নি জামাতের রক্তে গড়া সংগঠন ছিল আছে ইনশাআল্লাহ থাকবে এবং আমরা আমাদের কাজের মাধ্যমে সকল অপচেষ্টার এবং যত বিভ্রান্তি আছে সবকিছুর জবাব দেওয়ার প্রস্তুতি থাকা আমাদের দরকার। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা আদর্শে বিশ্বাসী সকল পীর-মাশায়েখ সকল দরবার, সবার কাছে আমাদের একান্ত আবেদন পবিত্র রবিউল আউওয়াল শরীফে সকল বাতিলের মুখোশ উন্মোচনের এখন মোক্ষম সময়, এসময়কে কাজে লাগিয়ে আল্লাহর প্রিয় রাসূল (দঃ)র মর্যাদা কে তুলে ধরার জন্য প্রত্যন্ত অঞ্চলে ঈদে মিলাদুন্নবী(দঃ)র উপর মাহফিল আলোচনা বক্তব্য এবং জসনে জুলুস যেখানে সুন্নী মুসলমানদের আয়োজন থাকবে সেখানে আমাদের নেতাকর্মীদের সহযোগিতা থাকবে বলেছেন আহলে সুন্নত ওয়াল জামা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা কাজী মঈন উদ্দিন আশরাফী। তিনি রাঙ্গুনিয়া উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার আয়োজনে পবিত্র জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(দঃ) উদযাপন উপলক্ষে স্বাগত র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আজ শনিবার (৯অক্টোবর) বিকেলে উপজেলার চন্দ্রঘোনা কুষ্ট হাসপাতাল গেইট থেকে পবিত্র জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(দঃ) উদযাপন উপলক্ষে স্বাগত র্যালীটি শুরু হয়ে মরিয়মগর চৌমুহনী, রোয়াজারহাট, ইছাখালী, গোডাউন, পোমরা গোচরা হয়ে শান্তির হাট খাঁ মসজিতের সামনে এসে শেষ হয়। এ-র্যালীতে প্রায় দের শতাধিক মোটরসাইকেল ও অর্ধশত পিকআপ ভ্যানে প্রায় ১ হাজারের মতো নেতাকর্মী ও সমর্থকরা অংশ নিয়েছে।
র্যালী শেষে আলোচনা সভায় উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আলী শাহ নেছারী’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক করিম উদ্দিন হাসানের সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ, স্বাগত বক্তব্য দেন স্বাগত র্যালী প্রস্তুতি কমিটির আহবায়ক মাওলানা করিম উদ্দিন নুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি মাওনালা রুহুল আমিন আল-কাদেরী, অধ্যক্ষ মাওলানা আজিজুল হক আলকাদেরী, অধ্যক্ষ নাছির উদ্দিন তৈয়্যবী, মাওলানা মুজিবুর রহমান নেজামী, অধ্যক্ষ মাওলানা জরিফ আলী আরমানী, মাওলানা আব্দুল মান্নান রেজভী, মাওলানা ইলিয়াস আহমদ নঈমী।
এতে আরও উপস্থিত ছিলেন আজিম উদ্দিন আহমেদ, উপজেলা গাউসিয়া সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ আকতার হোসেন, কেন্দ্রীয় ছাত্রসেনার সাবেক সভাপতি এইচ এম শহিদুল্লাহ, উপজেলা র্যালী প্রস্তুতি কমিটির সচিব মাহমুদুর রশিদ মাসুদ, বর্তমান সভাপতি মুজাহিদুল ইসলাম, মাওলানা সালাউদ্দিন নেজামী, উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক মাওলানা মাখসুদুল আলম তৈয়্যবী, যুবনেতা আলতাফ হোসেন, মুফতি মাওলানা সাইফুল ইসলাম আব্দুল কাদের মাস্টার, মুহাম্মদ নুরুল আলম জহির, ছাত্রনেতা মাওলানা মুহাম্মদ ইদ্রিস, লোকমান জেহাদী, দিদারুল আলম, এইচ এম ফরিদ, মুহাম্মদ আব্দুল খালেক, শাহ এমরান রনি, জয়নাল আবেদিন প্রমুখ।