পোপাদিয়াতে তিনশ’ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করলো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
মোহাম্মদ আরিফুল ইসলাম, বোয়ালখালী

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গতকাল ২৩ এপ্রিল (শুক্রবার) বিকাল ৪ টায় বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয় হল রুমে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা,ছাত্রসেনা বৃহত্তর পোপাদিয়া ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় পোপাদিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রীর মধ্যে ছিলো ছোলা, আলু,পিয়াজ, ডাল,চিড়া ও চিনি। করোনাকালীন সময়ে জনসমাগম এড়াতে ও স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এই উপহার সামগ্রী পৌছে দেওয়া হয়।
ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পোপাদিয়া ইউনিয়ন শাখার সভাপতি সৈয়দ মোহাম্মদ মোদাচ্ছের, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হুদা রেজভী, সাংগঠনিক সম্পাদক মামুন উদ্দীন মেম্বার, যুবসেনা বোয়ালখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক এস.কে.এম জাহাঙ্গীর আলম, যুবসেনা পোপাদিয়া পশ্চিম পারিষদের সাধারণ সম্পাদক স.ম মুসলিম উদ্দীন, উপজেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক ও সেনানী নিউজ প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলাম ইমন, সহ-সাধারণ সম্পাদক মনজুর আলম, যুবনেতা মোরশেদ আলম, হাসান তারেক,দিদারুল আলম, ছাত্রসেনা পোপাদিয়া পশ্চিম পরিষদের সভাপতি রিফাত হোসেন, সাধারণ সম্পাদক রিমন শরিফ, সাংগঠনিক সম্পাদক তারিফুল ইসলাম রুবেল, ছাত্রসেনা পোপাদিয়া পূর্ব পরিষদের সভাপতি মোহাম্মদ ওয়াজেদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমন, অর্থ সম্পাদক আবদুল্লাহ সায়হাম, রবিউল হোসেন, আব্দুল মাবুদ, মোহাম্মদ হারুন প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ আত্ম মানবতার সেবায় সেনানীদের এরকম কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।