বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের কাউন্সিল গতকাল ২৬ ফেব্রুয়ারি (শনিবার) চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর উত্তর ইসলামী ফ্রন্ট আহবায়ক মাওলানা আব্দুন নবী আল কাদেরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাছির উদ্দীন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুগ্ম- মহাসচিব অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ মঈনুদ্দীন। নির্বাচন কমিশনার ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ সচিব অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী।

এতে বক্তব্য রাখেন মাওলানা শিব্বির আহমদ ওসমানি, ফজলুল করিম তালুকদার, কাজী মহিউদ্দিন, করিম উদ্দিন নুরি,নবীর হোসাইন, বিল্লাল হোসাইন তালুকদার, অধ্যাপক আহমদ শাহ আলমগীর,সোহাইল উদ্দিন আনছারি, জামাল উদ্দিন খোকন, আনোয়ার পারভেজ শিকদার,মুহাম্মদ শাহজাহান,ইসমাইল হোসাইন, বদরুল হুদা তারেক,আহমদ রেজা রুকু প্রমুখ।

প্রধান অতিথি অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ মঈনুদ্দীন বলেন, চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি দেশের মধ্যবিত্ত, নিন্ম মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষগুলোকে বেকায়দায় ফেলেছে।দেশে বিরাজ করছে অঘোষিত দূর্ভিক্ষ। আগামী রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে। এ দূরাবস্থা দ্রুত সময়ে দূর না হলে দেশের মানুষের চাপ ক্ষোভ গণবিস্ফোরনেও রুপ নিতে পারে। বক্তারা মাহে রমজানের পূর্বে দ্রব্যমূল্য সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা গ্রহণে প্রযোজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান।

সংগ্রহ করুন- 01516338399

পরে মাও.আব্দুন নবী কাদেরি সভাপতি, নাছির উদ্দীন মাহমুদ সাধারণ সম্পাদক,সোহাইল উদ্দিন আনছারি সাংগঠনিক সম্পাদক এবং ইসমাঈল হোসাইনকে অর্থ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশনার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ তৈয়ব আলী।

Related Articles

Back to top button
close