বোয়ালখালীতে আল্লামা মুফতি ইদ্রিস রেজভীর বিশাল স্মরণসভা
আরিফুল ইসলাম, বোয়ালখালী

গতকাল (১০ই সেপ্টেম্বর’২১) জুমাবার বিকাল ৩ টা হতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চরণদ্বীপ শাখার ব্যবস্থাপনায় চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ ময়দানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সম্মানিত প্রধান উপদেষ্টা নায়েবে আ’লা হযরত, আল্লামা মুফতি ইদ্রিস রেজভী (বড় হুজুর) কেবলা (রহ.)’র বিশাল স্মরণসভা চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন ইসলামী ফ্রন্ট সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন এর সভাপতিত্বে যুবনেতা মোহাম্মদ মোরশেদ আলম লিটন ও নুরুল আজিম সুরাত এর যৌথ সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা অধ্যক্ষ আল্লামা শোয়াইব রেজা।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ন মহাসচিব স উ ম আবদুস সামাদ, প্রধান বক্তা ছিলেন যুবসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যুবনেতা সৈয়দ মোহাম্মদ আবু আজম, বিশেষ অতিথি ছিলেন মাওলানা ফরিদুল আলম রেজভী, দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যাপক আবুল মনসুর দৌলতী, আবদুন নবী আল কাদেরী, কাজী ওবাইদুল হক হক্কানী, স ম এনামুল হক, শাহজাদা অধ্যক্ষ আতাউল মোস্তফা রেজভী, মাওলানা মাহবুবুল হক নুরে বাংলা, শেখ মোহাম্মদ সালাহ উদ্দীন, মাওলানা এস.এম ফখরুদ্দীন, জনাব নুরুন্নবী চৌধুরী, মাওলানা ইসহাক আনছারী, এস.এম মমতাজুল ইসলাম,শওকত হোসেন ফারুকী সুমন,আবদুল্লাহ আল জাবের,নুরের রহমান রণি, সেকান্দর আলম বাবর।
এসময় আরও উপস্থিত ছিলেন বদিউল আলম, আবু তাহের, মোহাম্মদ ফারুক, খোরশেদ আলম সুমন, আবদুল মান্নান জালালী, আবদুল মালেক মিয়াজী, আবদুল গফুর নোমানী, আবুল কালাম রেজভী, শহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, ইশতিয়াক উদ্দিন শিকদার, আরিফুল ইসলাম ইমন, শহিদ, আরমান প্রমুখ।
দেশ বরেণ্য পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, সাংবাদিক, বুদ্ধিজীবি, পেশাজীবী, আহলে সুন্নাতের নেতৃবৃন্দ ও ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।