বোয়ালখালী পৌরসভা নির্বাচন পদপ্রার্থীর নির্বাচনী গণসংযোগে নেতাকর্মীদের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল সোমবার (২০শে সেপ্টেম্বর’২১) বোয়ালখালী পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী (পাঞ্জাবি মার্কা) জনাব নাজিম উদ্দীন ও ৯নং ওর্য়াড কাউন্সিলর পদপ্রার্থী জনাব আলহাজ্ব মুহাম্মদ ইব্রাহীম (উঠ পাখি মার্কা)’র নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা বোয়ালখালী পৌরসভা সভাপতি যুবনেতা মুহাম্মদ নাছির উদ্দিন।

এতে উপস্থিত অংশগ্রহণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ নূরের রহমান রণি, সহ-সভাপতি ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ রিদওয়ান সাজ্জাদ, সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ নুর উদ্দীন, অর্থ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য ছাত্রনেতা নাজমুল হক চৌধুরী।

ছাত্রসেনা বোয়ালখালী পৌরসভা সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ রাশেদুল আলম ইফতি, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আরমান ও অর্থ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মুঈন উদ্দীন প্রমুখ।

Related Articles

Back to top button