ভেদাভেদ ভুলে সুন্নিপন্থিদের বৃহত্তর বলয় গড়ে তুলতে হবে 

চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের মতবিনিময় সভায় বক্তারা

আগামী ৩ সেপ্টেম্বর ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জাতীয় কাউন্সিল উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের মতবিনিময় সভা গতকাল (২৯ আগস্ট) হাটহাজারী সদরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা মুহাম্মদ ওবায়দুল মোস্তফা কদমরসুলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হোসাইন হায়দরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় আইন বিষয়ক সচিব অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

মুখ্য আলোচক ছিলেন ইসলামী ফ্রন্টের শিল্প ও বাণিজ্য সচিব পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে সুশাসনের ঘাটতি রয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণের মতামত ও চাহিদার প্রতিফলন নেই। দেশে লুটেরা, দুর্বৃত্ত ও দুর্নীতিবাজরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। দেশটা যেন মগের মুলুক। ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ বলেন, সরকার অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারছে না। ফলে সকল নিত্যপণ্যের দামের ক্রমবর্ধমান উর্ধ্বগতিতে নিম্ন মধ্যবিত্তরা আজ বড় অসহায় ও দিশেহারা। সরকারকে আজ জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের দুর্ভোগ লাঘব করতে হবে। প্রধান অতিথি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাজনীতিতে আজ নীতিহীন স্বার্থলোলুপদের দাপট চলছে। প্রকৃত রাজনীতিকরা আজ কোণঠাসা। সংসদ হয়ে উঠেছে কোটিপতিদের ক্লাব। ইসলামী ফ্রন্ট, ঘুণে ধরা রাজনীতির আমূল পাল্টে দিতে চায়।

শান্তিপ্রিয় সুফিবাদি জনতাসহ সর্বস্তরের মানুষকে তিনি ইসলামী ফ্রন্টের প্লাটফরমে এসে আগামী সংসদে সুন্নি জনপ্রতিনিধি নির্বাচিত করতে এখন থেকে কাজ করার আহ্বান জানান। মুখ্য আলোচক আল্লামা আশরফ শাহ্ বলেন, নানা ফেতনা ফাসাদের ঊর্ধ্বে ওঠে ভেদাভেদ ভুলে সুন্নিপন্থীদের বৃহত্তর বলয় গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে মাওলানা কদমরসূলি বলেন, সুন্নি উলামা ছাত্র জনতার প্লাটফরম ইসলামী ফ্রন্টই হতে পারে অবিকল্প রাজনৈতিক ক্ষেত্র। সভায় ইসলামী ফ্রন্টের জাতীয় কাউন্সিল সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন মাওলানা মুহাম্মদ আবদুল খালেক আল কাদেরী, এস. এম. জাহাঙ্গীর আলম, মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, মুহাম্মদ হারুন সওদাগর, মুহাম্মদ কামাল পাশা চৌধুরী, মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম, মুহাম্মদ ফরিদুল আলম, মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন, মাষ্টার মুহাম্মদ খোরশেদুল আলম, মুহাম্মদ হাবিবুল ইসলাম ভূইয়া, মুহাম্মদ শাহ জালাল, মাওলানা মুহাম্মদ নছিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ আবুল কাশেম রেজভী, মুহাম্মদ নুরুল আমিন হোসাইনি, আজিম উদ্দিন আহমেদ, মুহাম্মদ আলমগীর হোসাইন, মুহাম্মদ মামুনুর রশীদ জাবের, এইচ. এম. শহিদুল্লাহ, মুহাম্মদ ছগির উদ্দিন, সৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দীন, মুহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ নাছির উদ্দিন রুবেল, মুহাম্মদ রবিউল হোসেন সুমন, মুহাম্মদ সাহেদুল আলম, মুহাম্মদ আলা উদ্দিন ও মুহাম্মদ মিনহাজুল আবেদীন প্রমুখ।

Related Articles

Back to top button
close