ভৈরবে পবিত্র রমজান উপলক্ষ্যে সুশীল সমাজ গঠনে সিয়াম সাধনা শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

গতকাল (রবিবার) বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা ভৈরব উপজেলার ব্যবস্থাপনায় ও পবিত্র রমজানুল মোবারক উপলক্ষ্যে সুশীল সমাজ গঠনে সিয়াম সাধনা শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

উক্ত সেমিনার ও ইফতার মাহফিল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলার অস্থায়ী কার্যালয়ে বিকাল ৩ ঘটিকায় শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার সম্মানিত সভাপতি পীরে তরিকত শাহ মুহাম্মদ খন্দকার দ্বীন ইসলাম সাহেব। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ রুবেল হোসেন।

সেমিনার ও ইফতার মাহফিলে উদ্বোধক ও সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে আলহাজ্ব মুজিবুর রহমান সাহেব এবং পীরে কামেল বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব এ.আই.এম মাহবুব উল্লাহ আল-ক্বাদেরী, পীরে তরিকত খন্দকার রুহুল আমিন আল-ক্বাদেরী, পীরে তরিকত হযরত মাওলানা ক্বারী উছমান গণি আল-ক্বাদেরী, জননেতা সৈয়্যদ মুজাফ্ফর আহমদ মুজাদ্দেদী।

এতে বিশেষ অতিথি ছিলেন কাজী জসিম উদ্দিন সিদ্দিকি আশরাফী, প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যুবনেতা এডভোকেট মোহাম্মদ ইকবাল হাছান, অধ্যক্ষ আবু নাছের মোহাম্মদ মোছা, বিশেষ প্রশিক্ষক, খন্দকার মুফতি মোবারক হোসাইন,বিশেষ প্রশিক্ষক জি.এম মামুনুর রশীদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মুহাম্মদ সাইফুদ্দীন আহমাদ, মাওলানা রেদওয়ান আশরাফী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন হাজী মুহাম্মদ আবুল কালাম, হযরত মাওলানা আতাউর রহমান মোজাহেদী, মাওলানা রফিকুল ইসলাম সাহেব, হযরত মাওলানা এমদাদুল হক্ব বখশী, হযরত মাওলানা রহমতুল্লাহ কামাল সাহেব, হযরত মাওলানা মুনিরুজ্জামান ভূইয়া, পীরজাদা শফিকুল ইসলাম ফারুকী, হযরত মাওলানা এমদাদুল হক্ব সুন্নী আল-ক্বাদেরী। হযরত মাওলানা বাহার উদ্দীন আশরাফী, হযরত মাওলানা হাফেজ আবু তালহা, মাসুদুর রহমান জলীলী, যুবনেতা মাওলানা বিল্লাল হোসাইন মোজাহেদী, সভাপতি ও যুবনেতা মাওলানা হাফেজ জসিম উদ্দীন, যুবনেতা মাওলানা আবু হানিফ বাদল, ভৈরব উপজেলা ছাত্রনেতা মুফতী মুহাম্মদ সালাহউদ্দীন, ছাত্রনেতা মুহাম্মদ মোজাক্কির হোসাইন।

সেমিনারে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানুল মোবারক মুসলিম জাতির জন্য একিট শিক্ষা, চেতনা, আত্মত্যাগের ও আত্মসংযমের মাস। সুশীল সমাজ গঠনে রমজানুল মোবারকের কোন বিকল্প নেই। সংগঠণের সকল কর্মী এবং যুব সমাজকে রমজান মাসের চেতনা ও আত্মত্যাগ অন্তরে ধারণ করে যার যার অবস্থান থেকে সুন্নিয়তের মাঠে নিজেদেরকে নিয়োজিত হওয়ার প্রতি আহবান জানান।

বক্তারা আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ১০এপ্রিল “শহীদ লিয়াকত দিবস”কে যা ছাত্রসেনার ইতিহাসে অন্যতম গুরুত্ববহ একটি দিন। এ দিনে ১৯৮৬ সালে উগ্রবাদী সন্ত্রাসীগোষ্ঠী, ধর্মীয় লেবাসধারী রেডিক্যাল ও সহিংসতাকামী দল ছাত্র শিবিরের কেডারদের হাতে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে নির্মমভাবে শাহাদত বরণ করেন মেধাবি ছাত্রসংগঠক, বীর সৈনিক শহীদ লিয়াকত আলী।

সর্বশেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সেমিনার ও ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button
close