ভৈরবে শহিদ আল্লামা ফারুকী’র স্মরণ সভা ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক

গতকাল রবিবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় অস্থায়ী কার্যালয় শম্ভূপুর পাক দরবার শরীফে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা কিশোরগঞ্জ জেলাধীন ভৈরব উপজেলা শাখার আয়োজনে পবিত্র শোহাদায়ে কারবালা, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.)’র শাহাদাত বার্ষিক উপলক্ষে স্মরণসভা, দু’আ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পীর সাহেব শাহ মুহাম্মদ খন্দকার দ্বীন ইসলাম সভাপতিত্বে ও যুবনেতা হাজী মুহাম্মদ রুবেল হোসেন এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জননেতা শায়খ আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদেরী।

বিশেষ অতিথি এডভােকেট ইসলাম উদ্দিন দুলাল, কাজী জসীম উদ্দীন সিদ্দিকী আশরাফী, পীরে তরিকত সৈয়দ মহসিন আল-মাইজভান্ডারী, পীরে তরিকত খন্দকার রুহুল আমিন ও উদ্বোধক হিসেবে পীরে কামেল এ আই এম মাহবুব উল্লাহ্ আল কাদেরী উপস্থিত ছিলেন।

এতে প্রধান আকর্ষণ ও বিশেষ আকর্ষণ ছিলেন আল্লামা মুফতি আলাউদ্দিন জেহাদী, আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী। সংবর্ষেয় অতিথি আলহাজ্ব মুহাম্মদ মুজিবুর রহমান সাহেব প্রধান বক্তা জননেতা মাওলানা আব্দুল হাকিম, পীরজাদা আলহাজ্ব রেজাউল মােস্তফা আল কাদেরী, যুবনেতা মাওলানা আবু হানিফ বাদল, যুবনেতা এডভােকেট মাে: রফিকুল ইসলাম, হযরত মাওলানা শায়খ আতাউর রহমান মুজাহেদী, মাওলানা রফিকুল ইসলাম সাহেব, যুবনেতা খন্দকার মুফতী মুহাম্মদ মুবারক হােসাইন কাদেরী, যুবনেতা মাওলানা বিল্লাল হােসাইন মুজাহেদী, যুবনেতা হাফেজ জসীম উদ্দীন আল-কাদেরী, যুবনেতা মুফতী মুহাম্মদ মােবারক হােসাইন কাদেরী, মুফতী মুহাম্মদ সালাহ উদ্দিন, মুহাম্মদ মুজ্জাকির হােসাইন কাদেরী, হযরত মাওলানা এমদাদুল হক সাহেব, হযরত মাওলানা আব্দুল হেলীম আল কাদেরী, জনাব মুহাম্মদ আলাউদ্দীন আলম, মােহাম্মদ মাসুদ হােসাইন জলিলি, হাফেজ সুজন চৌধুরী প্রমুখ।

Related Articles

Back to top button
close