মহেশখালীতে মাহে রবিউল আওয়াল মাসের আগমন উপলক্ষে বিশাল স্বাগত র্যালী
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা মহেশখালী উপজেলা দক্ষিন শাখার যৌথ উদ্যোগে গতকাল (১০ অক্টোবর) রবিবার বিকেল ৩.০০ টায় মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর শুভাগমনের মাস রবিউল আওয়াল মাস আগমনে মহেশখালী পুটিবিলাস্থ খানকাহ শরীফ থেকে গোরকঘাটা বাজার এর গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিণ করে ডাক বাংলো বায়তুল ফালাহ জামে মসজিদ সামনে র্যালী জমায়েত হয়।
উক্ত র্যালীতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর সভাপতি মাওলানা নুরুচ্ছাফা কাদেরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহেশখালী উপজেলা দক্ষিণ এর সিনিয়র সহ সভাপতি মাওলানা মোশতাক আহমদ সোবাহানী, সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হাকিম ও ছোট মহেশখালী ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি সিরাজ মিয়া বাশি।
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি যুবনেতা নেজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ রব্বানী, সাংগঠনিক সম্পাদক আলম রেজা।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা হাবীব উল্লাহ বোখারী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আমির হোসাইন, সাংগঠনিক সম্পাদক আশেকুল ইসলাম সৌরভ সহ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা মহেশখালী উপজেলা ইউনিয়ন ওয়ার্ড শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত র্যালীতে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.) এর শুভাগমন এর রবিউল আওয়াল মাস এ মাসের ১২ রবিউল আওয়াল পৃথিবীর বুকে মা আমিনা ও পিতা আব্দুল্লাহ ঘরে জন্মগ্রহণ করেন। তাই আমরা এ মাসকে স্বাগত জানিয়ে আজকের এই র্যালী পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি রাষ্ট্রীয় ভাবে ঈদে মিলাদুন্নবী পালনের গেজেট পাশ করায় কৃতজ্ঞতা জানান। আগামী ২০ অক্টোবর পবিত্র জশনে জুলুস এর দাওয়াত জানিয়ে মাওলানা মোশতাক আহমদ এর মোনাজাত এর মাধ্যমে যুবনেতা আলম রেজার সঞ্চালনায় অনুষ্ঠান সমাপ্ত হয়।