মুসলিম বিশ্বে সাম্য ঐক্য ও সংযমের শিক্ষা দেয় রমজান -ইসলামী ফ্রন্টের ইফতারে ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ইসলামিক বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ইফতার মাহফিল আজ (শনিবার) রাজধানী ঢাকার রাজমনি ঈসা হোটেলে দলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেন- রোজা আত্মিক নিয়মানুবর্তিতা শেখার একটি প্রধান উপায় যা মানুষকে নৈতিক শৃঙ্খলার শিক্ষা দেয়। মাহে রমজানের মূল্যবোধ সমগ্র মুসলিম বিশ্বে সাম্য, মৈত্রী, ঐক্য, সংযম ও সহনশীলতা প্রদর্শনের শিক্ষা দেয়।তিনি বলেন- মাহে রমজান মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হলো রমজানে সিয়াম সাধনা তথা রোজা পালন করা। মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে রমজানের সার্বিক পবিত্রতা রক্ষায় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

দলের যুগ্ম সাংগঠনিক সচিব এডভোকেট ইসলাম উদ্দিন দুলালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব জননেতা আল্লামা এম এ মতিন, ইরাকের রাষ্ট্রদূত সাদ্দাম হুসাইন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেট ও হুসেইন মুহম্মদ এরশাদে ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব কাজী মুহাম্মদ মামুনুর রশিদ, সম্মিলিত ইসলাী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসান, সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কো- চেয়ারম্যান পীর কাজী মুহাম্মদ আলী পেশোয়ারী, মুফতি মুহাম্মদ আবদুর রহিম আব্বাসী, অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ মাঈনুদ্দিন, অধ্যক্ষ আলী মুহাম্মদ চৌধুরী, কাজী জসিম উদ্দীন সিদ্দিকী আশরাফী, পীর গোলামুর রহমান আশরাফ শাহ্, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, মাওলানা শাহজালাল আহমদ আখঞ্জী, কাজী মোবারক হোসাইন ফরায়েজী, অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, মাসুম বিল্লাহ মিয়াজী, ইঞ্জনিয়ার আমান উল্লাহ আমান, পীরজাদা মাওলানা মতি মিয়া মনসুর, সৈয়দ মুহাম্মদ হোসাইন, কাজী মুহাম্মদ কুতুব উদ্দিন, মাওলানা ওবাইদুল্লাহ কদম রসূলী, অধ্যক্ষ সালাহউদ্দিন মুহাম্মদ খালেদ ও বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল জাবের।

অনুষ্ঠানে বক্তারা বলেন- রমজান মাস আমাদের জন্য বার্ষিক প্রশিক্ষণের মাস। এ মাসে আছে সাহরি, ইফতার, তারাবিহ, ইতিকাফ, লইলাতুল কদর, ফিতরা ও ঈদুল ফিতর। কুরআন নাজিল হয়েছে এ মাসের লাইলাতুল কদরে, সংঘটিত হয়েছে ইসলামের প্রথম যুদ্ধ বদর ও বিজয় হয়েছে পবিত্র মক্কা। কাজেই আত্মগঠন ও বিজয়ের মাস রমজান। মাহে রমজান ইসলামের আদর্শকে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছানোর এক সুবর্ণ সুযোগ। দীর্ঘ ১১টি মাস অতিক্রম করে প্রতি বছর এ পবিত্র মাস মুসলিম উম্মাহর কাছে হাজির হয় অজস্র-অফুরন্ত রহমত ও কল্যাণের বার্তা নিয়ে। মুসলিম মিল্লাতের জন্য রহমতস্বরূপ এ মাসটি আত্মগঠন, নৈতিক উন্নতি, চারিত্রিক দৃঢ়তা, পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গঠন এবং সামাজিক সাম্যের নিশ্চয়তা বিধানের এক অনন্য সুযোগ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুল আলম, এডভোকেট মুহাম্মদ হেলাল উদ্দীন, আলহাজ্ব আবুল হাশেম, মুহাম্মদ গোলাম কিবরিয়া, এডভোকেট আবদুল আউয়াল, এডভোকেট নুরুল হুদা আনছারী, পীর খন্দকার দীন ইসলাম, এডভোকেট ইকবাল হাসান, যুবসেনার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু নাসের মুসা, মুহাম্মদ মারুফ রেজা, অধ্যক্ষ মুহাম্মদ মুহিত হাসানী, মুহাম্মদ শাহেদুল আলম চৌধুরী, মুহাম্মদ আলী হোসাইন, আলমগীর ইসলাম বঈদী, আবদুল করিম সেলিম, আব্বাস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাজী মুহাম্মদ রুবেল, গাজী মুহাম্মদ আবদুর রাহীম প্রমুখ।

Related Articles

Back to top button
close