মৌলভীবাজার জেলা ইসলামী ফ্রন্টের কাউন্সিল সম্পন্ন

আরিফুল ইসলাম, রাজনগর প্রতিনিধি

গতকাল (২০ আগস্ট) শনিবার মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জননেতা হারিছ আল কাদেরীর সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল মুহিত হাসানী ও কাজী কুতুবউদ্দিন যৌথ সঞ্চালনায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব জননেতা এম এ মতিনের নেতৃত্বে ছয় জন কেন্দ্রীয় প্রতিনিধির উপস্থিতিতে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এতে এম এ মতিন সাহেব প্রধান অতিথির বক্তব্য বলেন, জেলা ফ্রন্টের কাজ এগিয়ে নিতে হবে, এদেশে সুফিবাদি মুসলমানদের মূল্যায়ন করা হয় না কাজেই আমরা ইসলামী ফ্রন্ট প্রতিনিধি সংসদে দিতে হবে, শুধু তাই নয় গণ মানুষের প্রকৃত অধিকার দিতে ইসলামী ফ্রন্ট পার্লামেন্ট যেতে হবে, অন্যতায় এদেশের মানুষ কিংবা সুফিবাদী মুসলমাদের অধিকার নিশ্চিত হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র প্রেসিডিয়াম সদস্য জননেতা সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আন্তর্জাতিক ওয়ায়েজ শায়েখ আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদেরী, সিলেট বিভাগীয় সাংগঠনিক সচিব জননেতা আলী মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব জননেতা সোলাইমান খাঁন রাব্বানী।

বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি যুবনেতা আখতার হোসেন চৌধুরী, ছাত্রসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুল্লাহ আল জাবের, আহলে সুন্নাত জেলা সভাপতি আলহাজ্ব পীর আলী নুরুল্লাহ শাহ, পীরে তরিকত শাহ আলাউদ্দিন ফারুকী সাহেব, আহলে সুন্নাত নেতা এড. আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রভাষক আব্দুর রউফ, ছাত্রসেনা জেলা সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আব্দুস সালাম প্রমুখ।

সমাজের বিশিষ্ট পীর মাশায়েখ, বুদ্ধিজীবী,সাংবাদিকবৃন্দ সহ সকল উপজেলার ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে কেন্দ্রীয় প্রতিনিধিদের নির্বাচন কমিশন দ্বারা জননেতা আব্দুল মুহিত হাসানীকে সভাপতি ও কাজী কুতুব উদ্দিনকে সাধারণ সম্পাদক ও প্রভাষক আব্দুর রউফকে সাংগঠনিক সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button
close