সমিতিরহাটে আসন্ন ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বর্ধিত সভা ও মিলাদ মাহফিল
মিজানুর রহমান মুন্না, ফটিকছড়ি

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.)’র শাহাদাত বার্ষিকী স্মরণে আলোচনা ও ‘আসন্ন ইউনিয়ন নির্বাচন’ কে সামনে রেখে বর্ধিত সভা সমিতিরহাট বাজারস্থ আজিজিয়া আ’লা হযরত (রহ.) ইসলামী পাঠাগারে গতকাল (২৭শে আগস্ট) শুক্রবার বাদে মাগরিব অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ওমর ফারুক জালালী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি দক্ষিণ উপজেলার সভাপতি মাষ্টার মুহাম্মদ খোরশেদুল আলম, বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন আল আইন শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন আরব-আমিরাত কেন্দ্রীয় পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন যুবসেনা ফটিকছড়ি দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহমান বাবর।
এতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি হাফেজ মুহাম্মদ ফারহাদুল ইসলাম। ইউনিয়ন ছাত্রসেনার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্না’র সঞ্চালায় বক্তব্য রাখেন মাওলানা ফরিদুল আলম, নাজিম খান মেম্বার, মাওলানা জহুরুল আলম, জনাব শহীদুল্লাহ চৌধুরী, মাওলানা ইমাম হোসেন তাহেরী, আবুল বশর,মাওলানা নাসির উদ্দীন, জিয়াউদ্দীন বাবলু, নুরুল আবছার, তারেক আলম, মুহাম্মদ সাহেদ,হাসান কুতুবী, হামিদুল ইসলাম, আজিজুর রহমান, ইঞ্জিনিয়ার জুনায়েদ পিয়ারু, হেলাল উদ্দীন, তসলিম উদ্দীন, পারভেজ প্রমুখ।
সভায় বক্তারা, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সকলকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
সভা শেষে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ)’র স্মরণে এবং সকলের শান্তি-সমৃদ্ধি কামনায় দু’আ-মিলাদ ও মুনাজাত করা হয়।