সরকারের সুষ্ঠু নীতিমালার অভাবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে -মানববন্ধনে ইসলামী ফ্রন্ট
নিজস্ব প্রতিবেদক

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে উত্তর সভাপতি আলহাজ্ব আব্দুন নবী আল কাদেরীর সভাপতিত্বে ও নাছির উদ্দিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা কাজী মহিউদ্দিন, মোঃ শাহজাহান, মাওলানা জামাল উদ্দিন খোকন,মোহাম্মদ ইসমাইল হোসাইন, আনোয়ার পারভেজ সিকদার, মুহাম্মদ আব্দুর রহিম।
আরও উপস্থিত ছিলেন আব্দুল মাবুদ, মোঃ ইলিয়াছ, এরশাদ মোল্লা, মোঃ আবু বক্কর, শেখ নিজাম উদ্দিন, মোঃ সেলিম উদ্দিন, আবু আব্বাস, কাজী মোঃ আরাফাত, নুরে রহমান রনি, আমির হোসেন, মাওলানা বেলাল কাদেরী, পারভেজ, মোঃ নুর,সাকী কাওসার, সাকিব, মাহমুদ প্রমুখ।
এতে বক্তারা বলেন, দেশে পণ্যের আকস্মিক ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বহু কারণ রয়েছে। চাহিদা ও জোগানের ভারসাম্যহীনতা, মুনাফালোভী মজুতদাররা অধিক মুনাফা লাভের আশায় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়, ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠু নীতিমালার অভাবেও বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি পরিলক্ষিত হয়, উৎপাদন ঘাটতি, কালো টাকার দৌরাত্ম্য, চাঁদাবাজি ও দুর্নীতি, সংরক্ষণ, সরবরাহ ও বন্টনের অব্যবস্থা ইত্যাদি।
এ সমস্যাগুলো অতিদ্রুত সময়ে সমাধান না করলে দেশে মহামারী প্রতীয়মান হবে। এ অবস্থায় আসন্ন মাহে রমজান মাসকে সামনে রেখে সরকারের যথার্থ প্রদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।